Friday, August 22, 2025

শনিবার সিকিমে আটকে প্রায় ৩,১০০ পর্যটককে উদ্ধার করা গিয়েছে।এই আটকে পড়া পর্যটকদের শনিবার উদ্ধার করেছে সিকিমের বর্ডার রোড অর্গানাইজেশন। যাঁরা আটকে ছিলেন, তাঁদের মধ্যে ৩৬ জন বিদেশি। এ ছাড়া, একটি সরকারি কলেজের ৬০ জন পড়ুয়াও আটকে পড়েন সিকিমের ধসে। সিকিম সরকার উদ্ধার কাজের জন্য ২৩টি বাস এবং ২০৮টি ছোট গাড়ির বন্দোবস্ত করেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃষ্টি এবং ধসের কারণে লাচেন এবং লাচুংয়ে ২,৪০০ জন পর্যটক আটকে পড়েছিলেন। চুংথাং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।

গত দুদিন ধরে প্রবল বর্ষনে সিকিমের একাধিক জায়গায় ধস সহ হরপা বানে অবরুদ্ধ হয়ে পড়ে সিকিমে একাধিক রাস্তা। শুধু উত্তর সিকিমেই আটকে পড়েন দেশ বিদেশের দুই হাজারেরও বেশি পর্যটক। উত্তর সিকিমের লাচেন, লাচুং ইয়াংথাম ভ্যালির সঙ্গে বাকি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ধস সরানোর কাজ। বৃষ্টির কারণে সেই কাজও ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে।

জলস্তর বেড়ে রীতিমতো ফুঁসছে তিস্তা, রঙ্গিত সহ একাধিক নদী। সিকিম প্রশাসন সুত্রে জানা গিয়েছে রাতভর উদ্ধার কাজ চলে। উদ্ধারের জন্য একটি অস্থায়ী সেতু তৈরী করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। সিকিম প্রশাসন আশাবাদী খুব শীঘ্র সকলকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে। এদিকে পর্যটকদের খাবার দেওয়া সহ উদ্ধার কাজে এগিয়ে এসেছে বিআরও’র পাশাপাশি, সিকিম পুলিশ সহ বিভিন্ন সংস্থা।

তবে এখনও ৩০০-র বেশি পর্যটক সিকিমে আটকে আছেন বলে খবর।সিকিমে ধসের কারণে চুংথাং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাহাড়ি রাস্তায় সারে সারে গাড়ি দাঁড়িয়ে পড়েছে।ওই এলাকায় অন্তত ২৩৮টি স্থানীয় ট্যাক্সি আটকে আছে।

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version