ক্লাস চলাকালীন ছু.রির কো.প! র.ক্তাক্ত দিল্লি বিশ্ববিদ্যালয়

প্রথম বর্ষের ক্লাস চলাকালীন বচসা দিয়ে শুরু, দুই সহপাঠীর মতবিরোধ ঘিরে রক্ত ঝরল দিল্লি বিশ্ববিদ্যালয়ে (Delhi University)। ঘটনার সূত্রপাত আজ রবিবার দুপুরে। জানা যায় রামলাল আনন্দ কলেজের (Ramlaal Anand College) প্রথম বর্ষের একটি ক্লাস চলছিল। সেইসময় দুই ছাত্রের মধ্যে মতের অমিল হওয়ায় বচসা শুরু হয় যা গড়ায় হাতাহাতিতে। এরপর বাকিরা তাঁদের শান্ত করতে গেলে ধস্তাধস্তিতে সহপাঠীর গায়ে ছুরির কোপ বসিয়ে দেয় একজন। আহত পড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। অভিযুক্ত বেপাত্তা।

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ (Delhi Police)। সূত্রের খবর অভিযুক্তকে চিহ্নিত করা গেলেও এখনও তিনি অধরা। মৃত বা অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি। মর্মান্তিক এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

 

Previous articleসত্যের অপলাপ করছেন রাজ্যপাল! সরকারি টাকায় পোশাক কিনলে রাজভবনে অডিট হোক: দাবি কুণালের
Next article৩০ মিনিটে ১২ কেজির সিঙ্গাড়া খেলেই নগদ ৭১ হাজারের জ্যাকপট, কোথায় পাবেন? জানুন