Wednesday, November 5, 2025

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Reserve Bank of India) ভাণ্ডার থেকে আচমকাই উধাও ৫০০ টাকার নোট। দেশের অর্থভাণ্ডার থেকে রাতারাতি হাওয়া হয়ে গিয়েছে কোটি কোটি টাকা। সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে এমনই তথ্য জানতে চেয়ে মনোরঞ্জন রায় নামে এক সমাজকর্মী আরবিআইকে চিঠি দিয়েছিলেন। সেখানে দাবি করা হয়, দেশের অর্থ ভাণ্ডার থেকে হারিয়ে গিয়েছে ৮৮,০৩২.৫ কোটি টাকা মূল্যের ১৭৬.০৬৫ কোটি ৫০০ টাকার নোট। আর এমন তথ্য সামনে আসতেই দেশবাসীর মধ্যে স্বাভাবিকভাবে শোরগোল পড়ে যায়। যদিও নিজেদের ভুল ঢাকতে আসরে নামে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আরবিআই-র তরফে সাফ জানিয়ে দেওয়া হয় ৫০০ টাকার নোট উধাও হয়ে যাওয়ার তথ্য একেবারেই ভুল।

পাশাপাশি ২০০৫ সালের ব্যাঙ্কনোট প্রিন্টিং প্রেস থেকে সংগৃহীত তথ্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এরপরই রিজার্ভ ব্যাঙ্কের তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছে, প্রিন্টিং প্রেস থেকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় হাতে যত নোট আসে, তার বিস্তারিত হিসাব থাকে। ফলে এমন অভিযোগ একেবারেই সঠিক নয়। এছাড়াও কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে বলা হয়, সম্প্রতিই সংবাদমাধ্যমে সম্প্রচারিত ব্যাঙ্কনোট প্রিন্টিং প্রেস থেকে ৫০০ টাকার ব্যাঙ্কনোট উধাও হয়ে যাওয়ার অভিযোগ সম্পর্কে জানতে পেরেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আরবিআই জানাচ্ছে এই রিপোর্ট সম্পূর্ণ ভুল।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, নোট ছাপানো, সংগ্রহ ও বন্টনের গোটা প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে দিয়ে হয়। এর একটি কড়া প্রোটোকল বা নিয়ম রয়েছে, তা সবসময় মেনে চলা হয়। মনোরঞ্জন রায় নামে ওই ব্যক্তির করা আরটিআই (Right to Information) প্রসঙ্গ তুলে রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৫ সালের এপিল থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত নাসিকের ছাপাখানায় ৩৭৫.৪৫০ মিলিয়ন ৫০০ টাকার নোট ছাপানো হয়েছিল, কিন্তু এর মধ্যে আরবিআই মাত্র হাতে পেয়েছে ৩৪৫ মিলিয়ন সংখ্যক নোট। তাহলে বাকি টাকা গেল কোথায় এই নিয়েই উঠতে থাকে প্রশ্ন। এবার নিজেদের অক্ষ্মমতা ঢাকতে এবার ময়দানে নেমে সাফাই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার।

এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে সাফাই দিয়ে আরও জানানো হয়েছে, আরবিআই নিয়মিত এই সংক্রান্ত নানা তথ্য প্রকাশ করে। তাই সাধারণ মানুষ যেন ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্যের জন্য রিজার্ভ ব্যাঙ্কের উপরই ভরসা করেন।

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version