Friday, August 22, 2025

রবিবার ছুটির দিনেও ট্রেনযাত্রীদের হয়রানির শেষ নেই। তাঁর উপর পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) কথা মাথায় রেখে আজ ভোটকর্মীদের (Vote Worker)প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু সব হিসেব গণ্ডগোল হয়ে গেল রবিবার সকালেই। একের পর এক ট্রেন বাতিলের (Train Cancel) জেরায় দুর্ভোগ বাড়ল নিত্যযাত্রীদের। স্টেশনে পৌঁছে ভোগান্তির শিকার হলেন তারকেশ্বর লাইনের (Tarkeswar Train Route)ভোটকর্মীরা। অত্যন্ত বিরক্ত হয়ে ভোটকর্মীরা জানান, সকাল সাড়ে দশটায় প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল। এদিন শেওড়াফুলি স্টেশন থেকে শেষ আপ তারকেশ্বর লোকাল (Sheoraphuli to Tarkeswar Local) যায় সকাল ৯ টায়। তারপর একের পর এক ট্রেন বাতিল। ভোটকর্মীদের কারোর গন্তব্য ছিল সিঙ্গুর মহামায়া বিদ্যালয়, কাউকে আবার যেতে হত হরিপাল কিংবা তারকেশ্বরে। তাই শেওড়াফুলি থেকে ট্রেন বদলে নির্দিষ্ট গন্তব্যে যেতে গিয়ে এই বিপত্তি।

একে রবিবার, এমনিতেই একাধিক ট্রেন বাতিল থাকে। তার উপর যদি নতুন করে ট্রেন বাতিল করা হয় সেক্ষেত্রে চটজলদি বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। এদিন রেলের তরফে সকাল ৯টা ৪২ মিনিটের আপ তারকেশ্বর লোকাল, ১০টা ৩২ মিনিটের আপ আরামবাগ লোকাল ও ১০টা ৫৭ মিনিটের আপ তারকেশ্বর লোকাল বাতিল করা হয়। স্কুল অফিস ছুটি থাকায় নিত্যযাত্রীর সংখ্যা আজ কম। কিন্তু ভোটকর্মীরা নির্ধারিত সময়ের অনেক দেরিতে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছন বলে জানা যায়। রেল জানিয়েছে রক্ষণাবেক্ষণ কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version