Friday, August 29, 2025

‘পিস রুম’ খুলে এক্তিয়ার বহির্ভূত কাজ করেননি! মন্তব্য রাজ্যপালের

Date:

রাজ্যে ভোট কেন্দ্রীক হিংসার অভিযোগ নথিবদ্ধ করতে রাজভবনে পিস রুম (Peace Room) খুলে এক্তিয়ার বহির্ভূত কোনও কাজ করেননি। সোমবার, রাজভবনের ওই কন্ট্রোল রুম (Control Room) বা পিস রুম পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তাঁর মতে, নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন।

এদিন আনন্দ বোস বলেন, রাজ্যপাল হিসেবে তাঁর প্রথম দায়িত্ব সংবিধানকে রক্ষা করা। মানুষের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার চেষ্টা করে তিনি সেই দায়িত্বই পালন করছেন। এখনও পর্যন্ত রাজভবনের ওই কন্ট্রোলরুমে ফোন এবং ইমেইল মারফত তিনশোর বেশি অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর।

এদিন পিসরুম পরিদর্শনের সময় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। জমা পড়া অভিযোগ দ্রুত নিষ্পত্তি করারও নির্দেশ দেন। তবে সিভি আনন্দের কথায়, “এটা কোনও কন্ট্রোল রুম নয়। এটা হল একটা পিস রুম। এখানে মানুষের অভিযোগ নেওয়া হচ্ছে। ইনস্ট্যান্ট রেমেডি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বহু কেসে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজভবন এমন একটা জায়গা হবে যেখানে মানুষ সমস্যায় পড়লে সমাধানের জন্য আসতে পারবে। ইলেকশন কমিশনের দায়িত্ব ইলেকশন করা কিন্তু ইলেকশন কমিশনারকে নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্যপাল এক্ষেত্রে কারোর কাজে হস্তক্ষেপ করছেন না। রাজ্যপালের মূল দায়িত্ব হচ্ছে মানুষকে রক্ষা করা। আমি সেই কাজটাই করছি। আমি শাসক এবং শাসিতের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করছি।”

কিন্তু প্রশ্ন উঠছে আইন-শৃঙ্খলা রাজ্য প্রশাসনের এক্তিয়ারভুক্ত। নির্বাচনের সময় সেটা যায় নির্বাচন কমিশনের অধীনে। সেক্ষেত্রে সমান্তরালভাবে রাজ্যপাল কী করে রাজভবন থেকে এই ধরনের কন্ট্রোল রুম চালাচ্ছেন? রাজ্যপালের এই উদ্যোগকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) তীব্র আক্রমণ করে বলেন, ‘বিরোধীদের চেয়ারম্যান’ হিসেবে কাজ করছে রাজ্যপাল।

আরও পড়ুন- বিসিসিআই এবং নির্বাচকদের একহাত নিলেন বেঙ্গসরকার, বলেন, বোর্ড কাউকেই তৈরি করেনি

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version