Friday, August 22, 2025

রাজনীতি করতে গিয়ে মুখ পু.ড়ল বিজেপির! ত্রিকোণ প্রেমের জেরেই খু.ন বিজেপি প্রার্থীর দেওর! ধৃ.ত ১

Date:

দলীয় প্রার্থীর দেওর খুনের ঘটনায় রাজনীতি করতে গিয়ে মুখ পুড়ল বিজেপির। ঘটনার তদন্তে উঠে এল ত্রিকোণ প্রেম। রবিবার দিনহাটায় সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার সুমিত কুমার সাফ জানিয়ে দিলেন, খুনের নেপথ্যে রয়েছে ত্রিকোণ প্রেমের ঘটনা। খুনের অভিযোগে নিহতের এক মামাতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে টিয়াদহ গ্রামে উদ্ধার হয় বিজেপি প্রার্থীর দেওর শম্ভু দাসের দেহ। ঘটনার তদন্তের নেমে পুলিশ দিনহাটার পেটলা গ্রামের বাসিন্দা সুজয় দাসকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছেন, ঘটনার দিন শম্ভুর সঙ্গে রাতে বাড়ি থেকে বেরিয়ে ছিল সুজয়। তাদের সঙ্গে ছিল গ্রামেরই এক যুবতী। শম্ভুর কাছে টিউশন পড়তো ওই যুবতী। সেই যুবতীর সঙ্গে আবার প্রেমের সম্পর্ক ছিল শম্ভুর মামাতো ভাই সুজয়ের। তবে সম্প্রতি যুবতীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল শম্ভুর। শনিবার রাতে এই সম্পর্কের টানাপোড়েন নিয়েই বচসা শুরু হয় শম্ভু ও তার মামাতো ভাই সুজয়ের। প্রাথমিক ভাবে পুলিশের দাবি, শম্ভুকে খুন করার পিছনে হাত থাকতে পারে সুজয়ের। এই ঘটনা সামনে আসতেই বিজেপি এই মৃত্যুর দায় তৃণমূলের ঘাড়ে ঠেলে দেয়। রবিবার গোটা দিন ধরে এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে সক্রিয় হয়ে উঠে বিজেপি শিবির। এমনকি মৃতের বাড়িতে গিয়েও হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

তবে জেলার অন্যতম তৃণমূল নেতা তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রবিবারই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই মৃত্যুর পিছনে রাজনীতি নেই। এদিন উদয়ন গুহ ফের বলেন, বিজেপি মৃত্যু নিয়ে যত রাজনীতি করবে ততই এভাবে মুখ পুড়বে। নারীঘটিত একটি খুনের ঘটনায় অকারণে তৃণমূল কংগ্রেস কর্মীদের জড়িয়ে রাজনীতি শুরু করেছিল বিজেপি। পুলিশের রিপোর্ট সামনে আসতেই এখন বিজেপির মুখ লুকোনোর জায়গা খুঁজছে।

আরও পড়ুন- রথে জগন্নাথদেবের জন্য ৫৬ ভোগের রাজসিক আয়োজন! জানেন কী কী পদ ?

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version