আমবাগানে পড়েছিল বোমা । ছোট ছোট শিশুদের পক্ষে বোঝার সম্ভাব ছিল না আদৌ সেটা বল কিনা। আর তাই বল ভেবে সেগুলো নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। খেলতে গিয়ে জখম ৫ বালক। আহতদের বয়স ৮-১২ বছরের মধ্যে।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগরে আমবাগানের মধ্যে খেলার সময় দুপুর দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে। কে বা কারা বোমা মজুত করেছিল খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ।
