সকাল থেকেই বজ্র-বিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি শহরে। তাতেই অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শহরবাসী। হঠাৎই বাজ পড়ে আগুন লেগে যায় শহরের একটি এটিএম-এ। ছুটে আসেন দমকল বাহিনী। দু-দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রিত হয় আগুন।
কীভাবে লাগল এই আগুন ? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টোডাঙা মেন রোডে বেসরকারি ব্যাঙ্কের এটিএম-এ হঠাৎই বজ্রপাতের ফলে আগুন লেগে যায়। সেই সময় বৃষ্টি পড়ছিল।
