Thursday, August 28, 2025

বাধাপ্রাপ্তদের মনোনয়নে কি অতিরিক্ত সময় দেওয়া সম্ভব? কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট

Date:

জুলাইয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই গত ১৫ জুন শেষ হয়েছে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ। স্ক্রুটিনিও শেষ। এবার শুরু হবে মনোনয়ন প্রত্যাহারের কাজ। তবে মনোনয়ন নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি।

প্রসঙ্গত, বীরভূমের সাঁইথিয়ার আমোদপুরে বিডিও অফিসের সামনে বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মনোনয়নে বাধা পাওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। সোমবার এই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সাঁইথিয়ায় মনোনয়নে বাধাপ্রাপ্তদের জন্য অতিরিক্ত সময় দেওয়া যায় কি না, তা কমিশনের কাছেই জানতে চাইলেন বিচারপতি সিনহা।

শুনানি চলকালীন বিচারপতি সিনহা মামলাকারীদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘ইতিমধ্যেই মনোনয়ন জমা ও স্ক্রুটিনির দিন পেরিয়ে গিয়েছে। নির্বাচন কমিশন নির্ধারিত এই সময়সীমার মধ্যে কোনও হস্তক্ষেপ করা হয়নি। ৯ জুন থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার করার যদি প্রকৃত ইচ্ছেই থেকে থাকে, কবে কেন মামলাকারীরা শেষদিন মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন?’

রাজ্যের তরফে সওয়াল করা হয়, যিনি মামলা করেছেন, তিনি কোনও প্রার্থী নন। এটি কোনও জন স্বার্থ মামলা নয়। নঈমুদ্দিন শেখ নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। তিনি INSAF সর্বভারতীয় সভাপতি। অন্যদিকে কমিশনের আইনজীবী বলেন, শিক্ষাবন্ধু-সহ আরও কিছু প্রার্থীদের জন্য সময় বাড়ানো হয়েছিল। মনোনয়ন প্রত্যাহারের সময় এসে গিয়েছে। স্ক্রুটিনি শেষ। এখন কীভাবে সম্ভব?

উল্লেখ্য, বসিরহাটে বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। বৃহস্পতিবার মনোনয়ন শেষ হলেও, শুক্রবার তাঁদের আদালত পুলিশি নিরাপত্তায় মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। ৬০ জন প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও শেষমেশ সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। এখন এই নিয়ে আদালত কোনও রায় দেয় কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন- রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’! রাজ্যপালকে ফোন মুখ্যমন্ত্রীর, অনুষ্ঠান বাতিলের আশ্বাস বোসের

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version