Friday, August 29, 2025

কেষ্টপুরে মা এবং মেয়ের র*হস্য মৃ*ত্যু! প্রকৃত কারণ খুঁজতে মরিয়া পুলিশ

Date:

বিধাননগরের কেষ্টপুরে মা এবং মেয়ের রহস্য মৃত্যু! কেষ্টপুর প্রফুল্লকাননে মা-মেয়ের রহস্যমৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

স্থানীয়রা জানিয়েছেন, বহুতলের তিনতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে দু’জনের মৃতদেহ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা ও মামার সঙ্গে থাকতেন বছর তিরিশের মেয়ে। সোমবার সকালে এক প্রতিবেশী তাদের ফ্ল্যাটে এসে মা ও মেয়েকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাসনের তিন তলার ফ্ল্যাটে থাকতেন মা গোপা দাস এবং মেয়ে সুদেষ্ণা দাস। গোপার ভাইও থাকতেন ওই ফ্ল্যাটে। যদিও তিনি বাড়িতে ছিলেন না। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সকাল থেকেই গোপা এবং সুদেষ্ণাকে ফোনে পাচ্ছিলেন না মামা। তিনিই আবাসনের নিরাপত্তারক্ষী এবং প্রতিবেশীদের ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিতে বলেন। এক প্রতিবেশী খোঁজ নিতে গিয়েই দেখেন, মা-মেয়ের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়।পুলিশ জানিয়েছে, দু’জনের দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মা-মেয়ে কি আত্মহত্যা করেছেন, না কি তাঁদের মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কিন্তু এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঁকি দিচ্ছে। যদি তাঁরা আত্মহত্যা করে থাকেন, তা হলে কেন করেছেন? মামার সঙ্গে কি কোনও সম্পর্কের টানা পড়েছিল? আর্থিক অনটনই কি এই মৃত্যুর নেপথ্যে অন্যতম কারণ ? পাশের ফ্ল্যাটে থাকা ভাই কেন ওই দিনই বাড়ির বাইরে ছিলেন? এমন নানান প্রশ্নের জবাব খুঁজছে পুলিশ। মা-মেয়ের ব্যাপারে প্রতিবেশীদের কাছেও জানতে চাওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version