কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যে তোলপাড় হয়েছিল। ঘটনার জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। গত বৃহস্পতিবার এই মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, “সিটকে তথ্য না দেওয়ার অভিযোগ দুর্ভাগ্যজনক।” এরপরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। দায়ের হয় জোড়া মামলা।
আজ, সোমবার প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দুটি মামলার শুনানি হবে। আদালত সূত্রে খবর, অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়ে সিট গঠনকে কেন্দ্র করে একটি মামলা এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার স্বরাষ্ট্রসচিবের থেকে রিপোর্ট চাওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় মামলাটি করা হয়েছে। দুটি মামলারই শুনানি তিনটের পর হওয়ার কথা।