Thursday, August 28, 2025

প্রতিবছরের মতো এবছরও ইসকনের(ISKCON) রথের রশিতে টান দিয়ে রথযাত্রার শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একই সঙ্গে এই দিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, জগন্নাথ দেবের(Lord Jagannath) ইচ্ছে হলে আগামী বছর দিঘায় বড় পরিসরে রথ যাত্রার সূচনা হবে।

জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই রাজ্য জুড়ে সাজো সাজো রব। প্রতি বছরের মত এবারও রথ যাত্রার উদ্বোধন করতে নির্দিষ্ট সময়ে কলকাতার ইসকন মন্দিরে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে গিয়ে প্রথমে আরতী করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, সংসদ মিমি চক্রবর্তী, সাংসদ নুসরত জাহান, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মতো ব্যক্তিত্বরা। এরপর রথযাত্রা নৃত্য অনুষ্ঠানের নৃত্য পরিবেশন করেন ডোনা গাঙ্গুলী ও তাঁর টিম। অনুষ্ঠান শেষে সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আসলে দেবতা মানুষের মধ্য থেকেই তৈরি হয়, মানুষের অন্তরাত্মাই দেবতা। দেবতা কোনও মাটির বা কাঠের পুতুল নয়।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “জগন্নাথ দেবের ইচ্ছে হলে আগামী বছর দিঘায় আমরা বড় পরিসরে রথযাত্রা সূচনা করব। দিঘায় আমরা যে বড় মন্দির তৈরি করেছি সেখানেই আগামী বছর হবে অনুষ্ঠান। মহেশের উন্নয়ন আমরা করেছি। মায়াপুরে ৭০০ একর জমি দিয়েছি ইসকনকে। ওরা ওখানে বড় সিটি তৈরি করছে আন্তর্জাতিক মানের। এর জন্য ইসকনকে অভিনন্দন।” রথযাত্রা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে এরপর ইসকনের রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version