Thursday, August 21, 2025

রাজস্থানে ম.র্মান্তিক পরিণতি দ.লিত তরুণীর! অ.ভিযুক্ত দুই পুলিশকর্মী সহ ৫ জনের বিরুদ্ধে দায়ের মামলা

Date:

রাজস্থানে (Rajasthan) এক দলিত তরুণীকে (Dalit Girl) ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল দুই উর্দিধারীর বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দুই পুলিশ কনস্টেবলকে (Police Constable) সাসপেন্ড (Suspend) করা হয়েছে। যদিও তাদের গ্রেফতার করা হয়নি। দলিত তরুণীকে অপহরণ করে গণধর্ষণ এবং খুনের ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দুই পুলিশকর্মীও। তাঁদের সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি রাজস্থানের (Rajasthan) বিকানেরের। স্থানীয় সূত্রে খবর, ২০ বছর বয়সি ওই তরুণী কাছেই একটি গ্রামে থাকতেন। তিনি বিকানেরের খাজুওয়ালা এলাকায় কোচিংয়ের (Coaching) সূত্রে নিয়মিত যাতায়াত করতেন। সেই কোচিংয়ে পড়তে এসেই তিনি বিপদের মুখে পড়েন।

তবে রাজস্থানের আইজি ওম প্রকাশ জানিয়েছেন, খুন হওয়া তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে ওই দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হবে এবং চাকরি থেকে বরখাস্ত করা হবে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত যুবককে চিহ্নিত করা গিয়েছে। অভিযোগ, সে গত ১৫ দিন ধরে তরুণীর উপর নজর রাখছিল। মঙ্গলবার সকালে তরুণী পড়তে গেলে ওই যুবকও সেখানে যায়। তাঁর সঙ্গে ছিলেন দু’জন পুলিশকর্মী। তাঁরা খাজুওয়ালা থানার কনস্টেবল। তিন জন মিলে কোচিং সেন্টার থেকে তরুণীকে অপহরণ করেন বলে অভিযোগ। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় যুবকের বাড়িতে। সেখানে গণধর্ষণের শিকার হন তরুণী। আর ধর্ষণের পর তাঁকে খুন করা হয়।

এদিকে তরুণীর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর বাবা জানিয়েছেন, গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তরুণীর দেহ খাজুওয়ালার একটি সিনেমা হলের সামনে ফেলে রেখে গিয়েছে অভিযুক্তেরা। ওই তিন জন ছাড়া আরও দুই যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ মৃতের পরিবারের। ইতিমধ্যে অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মৃতের পরিবার মূল অভিযুক্ত-সহ বাকিদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...
Exit mobile version