Saturday, November 8, 2025

পাল্টা অভিযান! রাশিয়ার দখলে থাকা ৮ গ্রাম পুনরুদ্ধার ইউক্রেনের

Date:

রাশিয়ার (Russia) দখলে থাকা ৮টি গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের (Ukraine)। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বাহিনীর বিরুদ্ধে চলা পাল্টা অভিযানে গত দু’সপ্তাহে এই ৮ গ্রাম উদ্ধার করা হয়েছে। তবে গ্ৰামগুলো ধীরে ধীরে শত্রুপক্ষের দখলে চলে যাওয়ায় রুশ বাহিনী হামলা জোরদার করেছে বলে সূত্রের খবর।

ন্যাটোয় (Nato) যোগ দিতে চাওয়ায় গত বছর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মধ্য দিয়ে তা সম্পূর্ণ যুদ্ধের রূপ নেয়। যুদ্ধের কয়েক মাসের মধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী বেশ কয়েকটা অঞ্চল দখল করে নেয় রুশ বাহিনী। এরপরই রাশিয়া অধিকৃত ওই অঞ্চলগুলো উদ্ধারে গত কয়েক মাস ধরে পাল্টা অভিযান চালানোর প্রস্তুতি নেয় ইউক্রেন। অবশেষে গত সপ্তাহে দীর্ঘ প্রতীক্ষিত সেই অভিযান শুরু হয়। তবে এক সপ্তাহ পর পাল্টা অভিযানের বিষয়টি ঘোষণা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার ইউক্রেন জানায়, পাল্টা অভিযানে দক্ষিণাঞ্চলে রাশিয়া অধিকৃত ৮টি গ্রাম পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী। উদ্ধার করা ওই গ্রামগুলোতে ইউক্রেনের জাতীয় পতাকা ওড়ানো হয়েছে। গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, পতাকা ওড়াচ্ছে ইউক্রেনীয় সেনারা। সেনারা বলেছে, গ্রামগুলো ইউক্রেনের জাপোরিঝঝিয়ার দক্ষিণাঞ্চলীয় পিয়াতিখাতকিতে অবস্থিত। দক্ষিণে রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলোতে যাওয়ার পথে এলাকাটির অবস্থান।

জাপোরিঝঝিয়া অঞ্চলে নিযুক্ত রাশিয়ার এক কর্মকর্তাও গ্রামগুলো ইউক্রেনীয় বাহিনীর দখলে চলে যাওয়ার কথা স্বীকার করেছেন। ভ্লাদিমির রোগোভ নামের রুশ ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার গোলা হামলার মধ্যে ইউক্রেনীয় বাহিনী পিয়াতিখাতকি দখলমুক্ত করে সেখানে অবস্থান নিয়েছে।

আরও পড়ুন- ফের রাষ্ট্রসঙ্ঘে পাক জঙ্গির ‘ঢাল’ চিন, ‘সস্তা স্বার্থ’ তোপ ভারতের

Related articles

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...
Exit mobile version