Saturday, May 3, 2025

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election), সেখানে যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সজাগ দৃষ্টি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। রাজ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী (Central force) এসে গেছে। স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। সব জেলার জেলা শাসকদের (DM) কাছে এই বার্তা পৌঁছে গেছে। যখন শান্তিপূর্ণভাবে একটা ভোট প্রক্রিয়া গ্রহণ করার দিকে এগোচ্ছে কমিশন, ঠিক সেই পরিস্থিতিতে গত ১২ জুন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আলাদা করে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) । কিন্তু রাজ্য নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও এই অতি সক্রিয়তা কেন, অভিযোগ তুলে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় কমিশন। শুক্রবার সেই মামলার শুনানিতেই NHRC- এর পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারি.জ করে দিল হাইকোর্ট!

আজ শুক্রবার মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফে দাবি করা হয় যে, একটি বিধিবদ্ধ সংস্থার উপর আরেকটি বিধিবদ্ধ সংস্থা এভাবে নজরদারি করতে পারে না। নিয়ম অনুসারে নির্বাচনে যেকোনও ধরনের পর্যবেক্ষক নিয়োগের ক্ষমতা একমাত্র নির্বাচন কমিশনের রয়েছে, অন্য কারোর নয়। সেক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত রীতিমতো বেআইনি। সব শোনার পর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য (Sabyasachi Bhattacharya) আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে দেন।

 

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version