Thursday, August 21, 2025

রাষ্ট্রসঙ্ঘের সেনা আসলেও জিতবে তৃণমূল, হারের অজুহাত খুঁজে রাখতে বিরোধীদের পরামর্শ কুণালের

Date:

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের (Panchayat Election) ইতিহাসে এই বিপুল পরিমাণ মনোনয়ন আগে দেখা যায়নি। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে মনোনয়ন পর্ব (Nomination)। কিন্তু বিরোধীদের কুৎসা-অপপ্রচার থামছে না। শুধুমাত্র বিরোধিতার জন্যই বিরোধিতা করে চলেছে বাম-কংগ্রেস-বিজেপি।

আসলে বিরোধীদের সংগঠন বলে কিছু নেই। অবাধ মনোনয়নের ব্যবস্থা করা হলেও বহু জায়গায় প্রার্থীর অভাবে মনোনয়ন দিতে পারেনি বিরোধীরা। যেমন অনুব্রতহীন (Anubrata Mondal) বীরভূমেও হাজারের উপরে আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। বিরোধীরা না থাকায় ভোটের আগেই বহু পঞ্চায়েতের দখল নিয়েছে ঘাসফুল শিবির। কঙ্কাল কাণ্ডের খলনায়ক সুশান্ত ঘোষের (Sushanta Ghosh) বুথে পর্যন্ত প্রার্থী নেই সিপিএমের।

নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে এখন কেন্দ্রীয় বাহিনীকর হাতিয়ার করতে চাইছে বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশন আদালতের রায়কে মান্যতা দিয়ে ৮০০ কোম্পানি বাহিনী চেয়েছে কেন্দ্রের কাছে। তাতেও শান্তি নেই বিরোধীদের। আর এই বিষয়টিকেই কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিরোধীদের খোঁচা দিয়ে একটি টুইটে তিনি লেখেন, “ভোটার পিছু একজন করে কেন্দ্রীয় বাহিনী দিলেও তৃণমূল জিতবে। বাহিনীর বিরোধিতা শুধু নীতিগত কারণে। দলের কর্মীদের জেদ বাড়ছে। রাষ্ট্রসঙ্ঘ থেকে সেনা আনলেও পঞ্চায়েত ভোটে জিতবে তৃণমূল। যাঁরা এসব নিয়ে লাফাচ্ছেন, তাঁরা ১১ জুলাই রাতে পরাজয়ের কী অপযুক্তি দেবেন ভেবে রাখুন।”

 

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version