Thursday, August 28, 2025

Panchayat Election 2023: রাজ্যে কোন জেলায় কত আসনে জয় এল বিনা প্রতিদ্বন্দ্বিতায়? পরিসংখ্যান প্রকাশ কমিশনের

Date:

আগামী জুলাইয়ে ৮ তারিখে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। জোরকদমে প্রচার শুরু করেছে শাসক-বিরোধী সব দলগুলিই। এর মধ্যে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পরিসংখ্য়ান সামনে আনল নির্বাচন কমিশন।

কমিশনের পরিসংখ্যান বলছে রাজ্যের প্রায় সব জেলাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ঘটনা ঘটেছে। রাজ্য়ের ৬৩ হাজার ২২৯ টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্য়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এল ৮ হাজার ২ টি আসনে। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য জানাচ্ছে,  গ্রাম পঞ্চায়েতে সবথেকে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায় (১৭৬৭)। এরপর রয়েছে বীরভূম (৮৯১), উত্তর ২৪ পরগনা (৮৬৭)। যারপর যথাক্রমে পূর্ব বর্ধমান (৮৫৮), হাওড়া (৭১৭), বাঁকুড়া (৬৬৪) ও এবং পশ্চিম মেদিনীপুর (৬২২)।

পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পরিসংখ্য়ান সামনে এনেছে রাজ্য় নির্বাচন কমিশন। পঞ্চায়েত সমিতিতেও সবথেকে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে দক্ষিণ ২৪ পরগনায় (২৩৩)  এরপর রয়েছে বীরভূমে (১২৭), বাঁকুড়া (১০৬), উত্তর ২৪ পরগনা (১০৪), হাওড়া (৯৮) ও পূর্ব বর্ধমান (৯৩)। প্রসঙ্গত, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ঘটনা ঘটেনি পঞ্চায়েত সমিতিতে।

এবং জেলা পরিষদের পরিসংখ্যান বলছে রাজ্যের ৯২৮টি জেলা পরিষদের আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে মাত্র ১৬ টি আসনে। এর মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ৮টি, উত্তর দিনাজপুর ও উত্তর ২৪ পরগনায় রয়েছে ৩টি করে ও বীরভূম ও কোচবিহার জেলায় একটি করে জেলা পরিষদের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- নিরাপত্তা জোরদার করতে নবান্নে বসল হেড কাউন্টিং ক্যামেরা

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version