Sunday, May 4, 2025

আমেরিকাতেও প্রধানমন্ত্রীর ‘এজেন্সি প্রীতি’: মোদির বক্তব্যে Investing হল Investigating! কটাক্ষ তৃণমূলের

Date:

বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে(Central Agensy) প্রয়োগ করে মোদি সরকারের দাঁত-নখ বের করার ঘটনা নতুন নয়। দেশের অন্দরে এই প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে বিরোধীরা(Opposition)। তবে নরেন্দ্র মোদির(Narendra Modi) তরফে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বন্ধ হয়নি। দেশের প্রধানমন্ত্রীর এজেন্সি প্রেম এবার ফুটে উঠল আমেরিকার মাটিতেও। আমেরিকার(America) কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে ‘Investing’ অর্থাৎ ‘বিনিয়োগ’ বলতে গিয়ে মোদি বলে বসলেন ‘Investigating’ অর্থাৎ ‘তদন্ত’। প্রধানমন্ত্রীর সেই ভাষণের ভিডিও প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই কটাক্ষ করতে শুরু করেছে দেশের বিরোধী দলগুলি। ঘটনার ভিডিও তুলে ধরে কটাক্ষ করেছে বাংলার শাসকদল তৃণমূল।

তৃণমূলের তরফে যে ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে ‘investing'(বিনিয়োগ) শব্দের পরিবর্তে মোদিকে বলতে শোনা যাচ্ছে, “I belive that ‘INVESTIGATING’(তদন্তকারী) in a girl child…” আসলে প্রধানমন্ত্রী বলতে চেয়েছিলেন, “আমি বিশ্বাস করি শিশু কন্যার উপর অর্থ ব্যয়ে….” কিন্তু নরেন্দ্র মোদির মুখে সর্বক্ষণ লেগে থাকা ‘INVESTIGATING agencie’ মুখ ফসকে বেরিয়ে গেল মার্কিন কংগ্রেসে । এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছে তৃণমূল। তাঁদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে, “এটা কি শুধু মুখ ফস্কানো? আসলে তদন্তকারী সংস্থাগুলির প্রতি মোদির স্নেহ প্রকাশ্যে চলে এসেছে। তাই ‘investing'(বিনিয়োগ) শব্দের পরিবর্তে মোদিকে বলতে শোনা যাচ্ছে ‘INVESTIGATING’(তদন্তকারী)।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ জুন), মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক, আন্তর্তজাতিক অর্থনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অন্যান্য আন্তর্জাতিক চ্যালেঞ্জ-সহ বিভিন্ন বিষয় উঠে আসে তাঁর বক্তৃতায়। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের বিষয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে সাজানো ভাষণে সবকিছু ঠিক থাকলেও, বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র ‘কেন্দ্রীয় এজেন্সি’র প্রতি মোদির প্রেম ধরা পড়ল ‘মুখ ফস্কানো’য়।

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version