Friday, August 22, 2025

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ নেইমারের বিরুদ্ধে, জরিমানার মুখে তিনি

Date:

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ উঠল ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার জুনিয়র এবং তাঁর বাবা নেইমার ডি সিলভা স্যান্টোসের বিরুদ্ধে। নেইমারদের বিরুদ্ধে অভিযোগ, পরিবেশবিধি অমান্য করেই রিও ডি জেনেইরোতে একটি প্রাসাদ তৈরির কাজ করাচ্ছেন তিনি। জানা যাচ্ছে, প্রাসাদ তৈরির কাজ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নেইমারের বাবাকে। শুধু তাই নয়, আইন ভাঙার জন্য বিরাট অঙ্কের জরিমানার মুখে নেইমার। পরিবেশবিধি লঙ্ঘনের জন্য তাঁকে ১০ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় আট কোটি ২২ লাখ টাকা জরিমানা দিতে হতে পারে ব্রাজিলিও সুপারস্টারকে।

রিও ডি জেনেইরোর মেয়রের অফিসের তরফ থেকে এই নিয়ে জানানো হয়েছে, নেইমারের নির্মীয়মাণ প্রাসাদটি শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে। এই বিলাসবহুল অট্টালিকা তৈরি করতে গিয়ে পরিবেশ আইন লঙ্ঘন করা হয়েছে। এক নয়, উঠে এসেছে একাধিক অভিযোগ। যেমন- প্রশাসনের অনুমতি ছাড়া ওই প্রাসাদ নির্মাণে নদীর জল ব্যবহার করা হয়েছে। জলের পথ পরিবর্তনও করা হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া সৈকতের বালি কাজে লাগানো হয়েছে প্রাসাদ তৈরিতে। সরানো হয়েছে পাথরও।

এই নিয়ে রিও ডি জেনেইরোর মেয়রের দফতর থেকে বিবৃতিতে বলা হয়েছে, “যে সব অনিয়ম পাওয়া গিয়েছে, সেগুলোর মূল্যায়ন করা হবে। পরিবেশের ক্ষতি করার জন্য মূল্যায়ন অনুযায়ী জরিমানা করা হবে। প্রাথমিক অনুমান, জরিমানার পরিমাণ ১০ লক্ষ ডলারের কম হবে না।”

মেয়রের দফতরের থেকে আসা এই অভিযোগ নিয়ে অবশ্য কোন মন্তব্য করা হয়নি নেইমারের পক্ষ থেকে।

আরও পড়ুন:সবুজ মেরুনে সই করে কী বললেন অনিরুধ?


 

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version