Sunday, August 24, 2025

শিক্ষায় এগিয়ে বাংলা! এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় কলকাতা ও যাদবপুর

Date:

বাংলা (West Bengal) আবার নিজেকে সেরা প্রমাণ করে দিল। এবার শিক্ষাক্ষেত্রে বাংলার জয়জয়কার। যেখানে তৃণমূল (TMC)পরিচালিত বাংলার সরকারকে (Government of West Bengal) প্রতিমুহূর্তে আক্রমণ করছে বিরোধীরা, সেখানে বাংলা নিজের যোগ্যতার প্রমাণ দিল গোটা বিশ্বের কাছে। রাজ্যের শিক্ষার হাল নিয়ে রাম-বাম যতই কুৎসা করুন না কেন, বিরোধীদের মুখে ঝামা ঘসে দিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলির (List of Best university in Asia) তালিকায় জায়গা করে নিল রাজ্যের দুই স্বনামধন্য কলকাতা (University of Calcutta) ও যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)।

‘টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং’এর (Times Higher Education Asia University Ranking)সর্বশেষ প্রকাশিত তালিকায় নাম উঠে এসেছে রাজ্যের দুই বড় প্রতিষ্ঠানের। দেশের মোট ৭৫টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় জায়গা পেয়েছে । সেরা বিশ্ববিদ্যালয়গুলির দৌড়ে জাপান ও চিনকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। এই তালিকায় আগে আছে কলকাতা এবং তারপরে যাদবপুর। তালিকা বলছে, কলকাতার শিক্ষাকতার ক্ষেত্রে স্কোর ৪৬। গবেষণা ক্ষেত্রে স্কোর ১৭.৬। পড়ুয়া সংখ্যা ১৯ হাজার ১১৯। ৩৫৫ নম্বরে রয়েছে কলকাতা,এর কিছুটা পরে ৩৭৩ নম্বরে রয়েছে যাদবপুর। গতবারের তুলনায় অবশ্য এবার যাদবপুর একটু অবনতি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা ১৪ হাজার ২১৭ জন। পড়ুয়া পিছু অধ্যাপকের সংখ্যা ২১.৭। আবার শিক্ষাকতার ক্ষেত্রে যাদবপুরের স্কোর ৩৫ এবং গবেষণা ক্ষেত্রে সেটা ১৬.৯। এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দুই বিশ্ববিদ্যালয়ের নাম উঠে আসায় বিরোধীদের আর মুখ খোলার কোনও উপায় রইল না।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version