Monday, August 25, 2025

শিক্ষায় এগিয়ে বাংলা! এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় কলকাতা ও যাদবপুর

Date:

বাংলা (West Bengal) আবার নিজেকে সেরা প্রমাণ করে দিল। এবার শিক্ষাক্ষেত্রে বাংলার জয়জয়কার। যেখানে তৃণমূল (TMC)পরিচালিত বাংলার সরকারকে (Government of West Bengal) প্রতিমুহূর্তে আক্রমণ করছে বিরোধীরা, সেখানে বাংলা নিজের যোগ্যতার প্রমাণ দিল গোটা বিশ্বের কাছে। রাজ্যের শিক্ষার হাল নিয়ে রাম-বাম যতই কুৎসা করুন না কেন, বিরোধীদের মুখে ঝামা ঘসে দিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলির (List of Best university in Asia) তালিকায় জায়গা করে নিল রাজ্যের দুই স্বনামধন্য কলকাতা (University of Calcutta) ও যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)।

‘টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং’এর (Times Higher Education Asia University Ranking)সর্বশেষ প্রকাশিত তালিকায় নাম উঠে এসেছে রাজ্যের দুই বড় প্রতিষ্ঠানের। দেশের মোট ৭৫টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় জায়গা পেয়েছে । সেরা বিশ্ববিদ্যালয়গুলির দৌড়ে জাপান ও চিনকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। এই তালিকায় আগে আছে কলকাতা এবং তারপরে যাদবপুর। তালিকা বলছে, কলকাতার শিক্ষাকতার ক্ষেত্রে স্কোর ৪৬। গবেষণা ক্ষেত্রে স্কোর ১৭.৬। পড়ুয়া সংখ্যা ১৯ হাজার ১১৯। ৩৫৫ নম্বরে রয়েছে কলকাতা,এর কিছুটা পরে ৩৭৩ নম্বরে রয়েছে যাদবপুর। গতবারের তুলনায় অবশ্য এবার যাদবপুর একটু অবনতি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা ১৪ হাজার ২১৭ জন। পড়ুয়া পিছু অধ্যাপকের সংখ্যা ২১.৭। আবার শিক্ষাকতার ক্ষেত্রে যাদবপুরের স্কোর ৩৫ এবং গবেষণা ক্ষেত্রে সেটা ১৬.৯। এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দুই বিশ্ববিদ্যালয়ের নাম উঠে আসায় বিরোধীদের আর মুখ খোলার কোনও উপায় রইল না।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version