Thursday, August 21, 2025

পাটনায় বিরোধীদের বৈঠককে “ফ্রেন্ডলি ম্যাচ” কটাক্ষ করতেই শুভেন্দুকে পাল্টা তৃণমূলের

Date:

Share post:

২০২৪ লোকসভা ভোটকে (Loksabha Election) পাখির চোখ করে পাটনায় দেশজুড়ে বিজেপি (BJP) বিরোধী দলগুলির বৈঠক ইতিবাচক। কেন্দ্রের নরেন্দ্র মোদি সকারের (Modi Govt) স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে এককাট্টা অবিজেপি দলগুলি। একের বিরুদ্ধে এক লড়াইয়ে সহমত পোষণ করেছে সব বিরোধী দিলগুলি।পরবর্তী সভা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সিমলায়। মুখে কটাক্ষ করলেও বিরোধী জোটকে নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি।

রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একটি টুইট করেন। যেখানে তিনি কংগ্রেস (Congress), তৃণমূল (TMC), সিপিএমের (CPIM) রাজনৈতিক অবস্থান ও কাছাকাছি আসা যে স্থান-কাল-পাত্র বিশেষে বদলে যেতে পারে, সেই তত্ত্বও উসকে দেওয়ার চেষ্টা করেছেন। টুইটারে শুভেন্দু লিখেছেন, “বাংলায় যেমন কংগ্রেস আর সিপিএম হল তৃণমূলের বি টিম। আবার দিল্লিতে তৃণমূল আর সিপিএম মিলে কংগ্রেসের বি টিম। আবার যদি কেরলে দেখা যায়, তাহলে সেখানে সম্মুখসমরে কংগ্রেস ও সিপিএম।” টুইটে প্রশ্ন তুলে শুভেন্দুর আরও সংযোজন, “তাহলে কি পশ্চিমবঙ্গে এই তিনটি দল নিজেদের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে?”

পাটনায় বিরোধী বৈঠকে সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীদের একসঙ্গে বৈঠকে বসা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু লিখেছেন, “এখানে হতভাগ্য বাম-কংগ্রেস কর্মীরা মাঠে-ময়দানে রক্ত ঝরাচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন… আর ওদিকে তাঁদের শীর্ষ নেতারা পটনায় সেটিং করছেন। কারা এদের ভুল বোঝাচ্ছেন? রাজ্য নেতৃত্ব নাকি হাই কমান্ড?”

অন্যদিকে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) কথায়, “অবিজেপি ধর্মনিরপেক্ষ দলগুলির নেতৃত্ব এক জায়গায় বসেছিল। বিজেপির বিদায় ঘণ্টা এমনিতেই বেজে গিয়েছে। পাটনায় সেই আনুষ্ঠানিক বিদায় প্রক্রিয়ার বৈঠক হয়েছে।” কুণালের আরও দাবি, বর্তমান রাজনীতিতে জোটের যুগ চলছে। বিজেপিকেও এনডিএ জোট নিয়েই চলতে হয়, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র।


 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...