জায়গা হয়নি ভারতীয় দলে, সোশ্যাল মিডিয়ায় নির্বাচকদের বিশেষ বার্তা সরফারাজের

সরফারাজের ভারতীয় দলে সুযোগ না হওয়া নিয়ে ক্ষুব্ধ সুনীল গাভাস্কর। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, "গত তিন মরশুম ধরে ১০০ গড়ে রান করেছে সরফারাজ।

সদ‍্য ঘোষণা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন‍্য ভারতীয় দল। টেস্ট এবং একদিনের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট দলে জায়গা করে নিয়েছেন আইপিএল-এ ভালো খেলা যশস্বী জসওয়াল, মুকেশ কুমাররা। তবে এবারও ভারতীয় দলে জায়গা হয়নি রঞ্জি দুরন্ত পারফরম্যান্স করা সরফারাজ খানের। ভারতের ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছরে সব থেকে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে চলেছেন তিনি। তবুও ভারতীয় দলে তাঁর জায়গা না হওয়ায় এবার নির্বাচকদের একহাত নিলেন সরফারাজ। যদিও মুখে কিছু বলেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওর মাধ‍্যমে নিজের ঘরোয়া ক্রিকেটের যাবতীয় পরিসংখ্যান তুলে ধরেছেন সরফারাজ।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও ছাড়েন সরফারাজ। যেখানে দেখা যাচ্ছে একটি পরিসংখ্যান। সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৩ ইনিংসে ৩৩৮০ রান করেছেন তিনি। গড় ৮০.৪৮। ১২টি শতরান ও ন’টি অর্ধশতরান করেছেন সরফারাজ। সর্বাধিক রান অপরাজিত ৩০১। তারপরেই একটি ভিডিও। যেই ভিডিওতে দেখা যাচ্ছে সরফারাজের একটি ইনিংস। গত মরশুমে দিল্লির বিরুদ্ধে খেলা তাঁর একটি শতরানের ইনিংসের ভিডিও দিয়েছেন তিনি। উইকেটের চার দিকে তাঁকে খেলতে দেখা যাচ্ছে। আর এরপরই নেটিজেনরা বলতে শুরু করেছেন, তিনি হয়তো নির্বাচকদের বোঝাতে চেয়েছেন যে লাল বলের ক্রিকেটে তাঁর উপর ভরসা দেখাতে পারতেন নির্বাচকরা।

সরফারাজের ভারতীয় দলে সুযোগ না হওয়া নিয়ে ক্ষুব্ধ সুনীল গাভাস্কর। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “গত তিন মরশুম ধরে ১০০ গড়ে রান করেছে সরফারাজ। এর পরেও দলে সুযোগ পায়নি। সুযোগ পেতে ওকে আর কী করতে হবে? প্রথম একাদশে না খেলালেও ওকে অন্তত দলে নেওয়া উচিত ছিল। সরফারাজকে বলে দেওয়া হোক যে রঞ্জি খেলে কোনও লাভ নেই। শুধু আইপিএলে ভাল খেললেই লাল বলের ক্রিকেটে সুযোগ পাওয়া যাবে। তা হলে হয়তো ওকে আর এত পরিশ্রম করতে হবে না।”

আরও পড়ুন:বাগানে সই করে কী বললেন ইউরো খেলা সাদিকু?