Saturday, August 23, 2025

বাড়তে পারে পঞ্চায়েত নির্বাচনের দফা! রাজ্যপালকে কী জানালেন রাজীব

Date:

দীর্ঘ টানাপোড়েনের পরে অবশেষে রবিবাসরীয় সন্ধেয় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে দেখা করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha)। রাজভবন সূত্রে খবর, সেখানেই পঞ্চায়েত ভোটে বাহিনী নিয়ে দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হয়েছে। এমনকী পঞ্চায়েত ভোটে দফা বাড়ানো হতে পারে বলেও রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) সূত্রে খবর।

একাধিক দফায় হতে পারে পঞ্চায়েত ভোট। এমনটাই এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালকে সেকথা জানিয়ে এসেছেন রাজ্য নির্বাচন কমিশনার। কেন্দ্রের কাছ থেকে পর্যাপ্ত বাহিনী পাওয়ার স্পষ্ট কোনও আশ্বাস না মেলাতেই কমিশন ভোটের দফা বাড়ানোর কথা ভাবছে বলে রাজ্যপালকে জানানো হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করেই এই পথেই হাঁটতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বারবার চিঠি লিখেও বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়ার কোনও সম্ভাবনা দেখছে না কমিশন। আদালতে কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছে, ২০১৩-র মডেলে নির্বাচন করার পক্ষে মত রয়েছে তাদের।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে কোনও উত্তর না পেয়ে নতুন করে বাহিনী পাওয়ার আশা রাখছে না কমিশন।
সেক্ষেত্রে ৩৩৭(২২+৩১৫) কোম্পানি দিয়েই ভোট করানোর পরিকল্পনা চূড়ান্ত করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। এদিন কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা তৈরি করছেন রাজীব সিনহা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সেই তালিকা নিয়েই তিনি গিয়েছেন রাজভবনে। কোনও জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, সে ব্যাপারে রাজ্যপালকেও জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। তবে, দফা বাড়ানো হলে তা ঠিক কত দফা হতে পারে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। নজর এখন হাইকোর্টের শুনানির দিকে।

আরও পড়ুন- Kolkata Police: ঘটনাস্থলে দ্রুত পৌছাতে ১০০ ডায়ালে যুক্ত হল আরও ৩০টি বাইক

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version