পুরুলিয়ায় তৃণমূল নেতা খু.নে সিট গঠন করল পুলিশ

জানা গিয়েছে, সে সিট গঠিত হয়েছে তাতে নেতৃত্বে আছেন পুরুলিয়ার পুলিশ সুপার।

0
1

পুরুলিয়ার আদ্রায় নিহত তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের খুনের ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় পার্টি অফিসে থাকাকালীন গুলি করে খুন করা হয় তাঁকে। গুলিবিদ্ধ হন ধনঞ্জয়ের নিরাপত্তারক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল শেখর দাসও৷ দু’‌জনকেই আশঙ্কাজনক অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ধনঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ধনঞ্জয়ের দাদাকে ফোন করে তাঁদের পারিবারিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাড়িতে কে কে আছেন, পরিবারের আর কেউ রাজনীতির সঙ্গে যুক্ত কি না, তা জানতে চান৷ পাশাপাশি ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ছিল তাঁর। তবে এখন ওই ঘটনার চারদিনের মাথায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, যে সিট গঠিত হয়েছে তাতে নেতৃত্বে আছেন পুরুলিয়ার পুলিশ সুপার। অন্যান্য সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) এবং রঘুনাথপুরের এসডিপিও। এই খুনের ঘটনায় আপাতত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার পুরুলিয়ার বেতো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী আরশাদ হোসেন এবং মহম্মদ জামাল নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ইতিমধ্যেই জেরা শুরু করেছে পুলিশ। অনুমান জেরার পর বেশ কিছু তথ্য সামনে উঠে আসবে।