Sunday, August 24, 2025

জল্পনার অবসান ঘটিয়ে পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দিতে চলেছেন লিওনেল মেসি। পিএসজির সঙ্গে যে লিও সম্পর্ক শেষ করবেন, তা আগেই টের পাওয়া গিয়েছিল। তবে পিএসজি কেন ছাড়লেন তা নিয়ে এতদিন কোন মন্তব্য করেননি আর্জেন্তাইন সুপারস্টার। তবে এবার মুখ খুললেন লিও। জানালেন কেন ছাড়লেন পিএসজি। কারণ হিসাবে মেসির কথায় পিএসজির সমর্থকদের কথাই উঠে এসেছে।

শনিবার এক সাক্ষাৎকারে পিএসজি ছাড়া নিয়ে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে মেসি জানান,”শুরুতে যেভাবে পিএসজি সমর্থকরা আমাকে গ্রহণ করেছিল, তাতে মুগ্ধ হয়েছিলাম। তাদের অভ্যর্থনা খুব সুন্দর ছিল। কিন্তু পরে প্যারিসের জনসাধারণের একটি অংশ আমার সঙ্গে অন্যরকম আচরণ শুরু করে। তবে অনেকের ব্যবহারই শুরুর দিকে বেশ ভালো ছিল।” পিএসজি সমর্থকরাই যে মেসির ক্লাব ছাড়ার কারণ, তা যদিও অনেক আগেই অনুমান করা গিয়েছিল। তবে এবার  তা সত্যি হল।

তবে আর্জেন্তাইন সুপারস্টার একা নন, এমন সমস্যায় এর আগে পড়তে হয়েছে পিএসজি-র অন্য তারকাদেরকেও। মেসি নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন সেই কথা। সেই তালিকায় যেমন রয়েছেন নেইমার, ঠিক তেমনি আছেন কিলিয়ান এমবাপেও। সেই কারণেই শোনা যাচ্ছে এমবাপেও ক্লাব ছাড়তে পারেন।

এই নিয়ে মেসি আরও বলেন, “প্যারিসের সমর্থকদের মধ্যে বিভেদ তৈরি করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। তবে আমি মনে করি, তারা এ ধরনের আচরণেই অভ্যস্ত। আমার আগে এমবাপে ও নেইমারের সঙ্গেও এমনটি হয়েছে। আমি তাদের সঙ্গেই থাকতে পছন্দ করি, যারা আমাকে সম্মান করে। আমি তাদের প্রতি সম্মান দেখিয়ে ওখান থেকে চলে এসেছি। এর বেশি কিছু আর নেই। ”

আরও পড়ুন:আজ থেকে শুরু কলকাতা লিগ, প্রথম ম‍্যাচে DHFC মুখোমুখি সার্দান


 

 

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version