Monday, May 19, 2025

ভুটান জলে ভেসে যায় উত্তরবঙ্গ! জয়েন্ট কমিশন গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভুটান থেকে নেমে আসা জলে ভেসে যায় উত্তরবঙ্গ (North Bengal)। সমস্যার সমাধানে ভুটানের সঙ্গে জয়েন্ট কমিশন গঠন করার করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, কোচবিহারে নির্বাচনী জনসভা সেরে দুপুরে হেলিকপ্টারে জলপাইগুড়ি (Jalpaiguri) মালবাজারে টিয়াবনে নেমে চালসার যুব আবাসে উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলা নিয়ে পর্যাবেক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নদী থেকে অবৈধ বালি তোলা নিয়েও সতর্ক করেন তিনি।

প্রতি বর্ষায় ভুটানের নদী থেকে আসা জলে বন্যা কবলিত হয়ে পরে উত্তরবঙ্গের একাধিক এলাকা। ভোট প্রচারে উত্তরবঙ্গে গিয়েই সেখানকার সমস্যা নিয়ে বৈঠক করেন মুক্যমন্ত্রী। বৈঠকে ছিলেন উত্তরবঙ্গের সমস্ত জেলার সেচ দফতর, বন দফতরের আধিকারিকেরা। সেখানই মালবাজারের হরপা বান প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বে জলপাইগুড়ির নদীগুলিতে বালি পাথর তোলা হচ্ছে। অবিলম্বে নদীগুলি থেকে বালি পাথর তোলা বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর। আধিকারিকদের মাল, চেল, ঘিস-সহ বেশকিছু নদীতে রেড অ্যালার্ট ঘোষণা কথা বলেছেন তিনি।

তবে, ভুটানের নদী নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী। বলেন, প্রতি বর্ষায় ভুটানের জলে নদীগুলি ভরে গিয়ে হরপা বানেও ভুগতে হয় স্থানীয়দের। মোকাবিলা দফতরের ভুটানের সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারিকে জয়েন্ট কমিটি করার নির্দেশ দেন মমতা। তাঁর কথায়, “এখানেই জানতে পারলাম ব্রহ্মপুত্র রিভার কমিশন একটি নতুন বিল আনতে চলছে। সেখানে আমাদের ক্ষমতা খর্ব করা হয়েছে। আবার ব্রহ্মপুত্র রিভার কমিশনকে নর্থ ইস্টান রেঞ্জে নিয়ে যাবে, তাতে কোনও আপত্তি নেই, কিন্তু সেখানে কোনও টাকা-পয়সার উল্লেখ নেই। যেহেতু ব্রহ্মপুত্র রিভার কমিশন থেকে আমাদের ক্ষমতা কেড়ে নেবে সেই কারণে এই বিলের বিরোধিতা করছি।“
বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান, গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফরাক্কা ব্যারেজ ড্রেজিং ছাড়াও মুর্শিদাবাদ-মালদহ এলাকার নদীর কাছাকাছি থাকা মানুষদের সরিয়ে ঘরবাড়ি করে দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আত্রেয়ী নদীর অপর পাশে বাংলাদেশ ড্যাম তৈরি করছে। এই নিয়ে বাংলাদেশের সঙ্গেও কথা বলতে হবে বলে জানান মমতা।

কোচবিহারের সভা সেরে সোমবারই জলপাইগুড়ির মেটেলিতে পৌঁছন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাডে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের জলপাইগুড়ির চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা সভানেত্রী মহুয়া গোপ-সহ জেলার অন্যান্য নেতৃত্ব। বৈঠক সেরে মুখ্যমন্ত্রী সড়ক পথে সোজা চলে যান মেটেলির একটি বেসরকারি হোটেলে। সেখানেই রাত্রি যাপন করবেন তিনি। মঙ্গলবার তাঁর সভা রয়েছে জলপাইগুড়ির ক্রান্তি-তে।

আরও পড়ুন- গো.মাংস নিয়ে যাওয়ার ‘শা.স্তি’! মহারাষ্ট্রে ম.র্মান্তিক পরিণতি যুবকের

spot_img

Related articles

ভারতের প্রতিবাদে নড়ে বসল IMF, পাকিস্তানে সব আর্থিক অনুমোদনে নজরদারি

পাকিস্তানকে আইএমএফ-এর অনুদান আগেই আপত্তি জানিয়েছিল ভারত। এই টাকায় শুধুমাত্র জঙ্গি ফান্ডিং হবে বলে আগেই জানিয়েছিল ভারত। তারপরেও...

এসিসির প্রধান পাক মন্ত্রী, এশিয়া কাপ থেকে নাম তুলতে পারে বিসিসিআই

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(ACC) প্রধান পাক মন্ত্রী। তারই প্রতিবাদে এবার এসিসি-র জোড়া প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে পারে বিসিসিআই(BCCI)।...

বয়কট নয়, বললে নাম পাঠাতাম: প্রতিনিধি দল নিয়ে অবস্থান স্পষ্ট মমতার

দেশের নিরাপত্তার বিষয়ে কেন্দ্রের পাশে আছে তৃণমূল (TMC)। কিন্তু প্রতিনিধি দলে রাজনৈতিক দলের কে থাকবেন, তা নিয়ে ওরা...

উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন থেকে চিকেন্স নেকের দায়িত্ব: কর্মসূচি জানালেন মুখ্যমন্ত্রী

একদিকে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব তাঁর কাঁধে। অন্যদিকে রাজ্যবাসীর নিরাপত্তার দায়িত্বও রয়েছে। সব মিলিয়ে এবারের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (north Bengal)...