Sunday, August 24, 2025

কোথায়, কীভাবে ৩১৫ কোম্পানি বাহিনী ব্যবহার? কমিশনকে চিঠি কেন্দ্রের

Date:

আসন্ন পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election) উপলক্ষ্যে বকেয়া ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission)। তার পাল্টা শুক্রবার কমিশনকে চিঠি পাঠালো স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry)। জানতে চাওয়া হল, আগে মঞ্জুর করা ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় এবং কীভাবে ব্যবহার করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। তবে খবর সূত্রের, শুক্রবার থেকে রবিবার বিএসএফ-এর(BSF) আইজি এবং সিআইএসএফ-এর(CISF) ডেপুটি কমান্ডান্টের সঙ্গে বৈঠকে বসেছিল কমিশন। তিনদিন বৈঠকের পরেও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মত পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন। কিন্তু তার অর্ধেকও এখনও রাজ্যে পৌঁছয়নি। এই অবস্থায় কেন্দ্রের কাছে আরও বাহিনী চেয়ে পাঠায় কমিশন। পঞ্চায়েত ভোটে আদালতের নির্দেশ মত প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় কমিশন। হাইকোর্টের ভর্ৎসনা এবং পুনরায় নির্দেশের পর কেন্দ্রের কাছে আরও ৮০০ কোম্পানি বাহিনীর চেয়ে আবেদন জানায় কমিশন। কমিশনের আবেদন মত প্রথম ২২ কোম্পানি বাহিনী পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই বাহিনী ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছে। জেলায় জেলায় রুটমার্চও শুরু করেছে তারা। পরে কেন্দ্রের তরফে ৮০০ কোম্পানির মধ্যে ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করা হয়। তবে নোডাল অফিসারকে না জানানোয় রবিবার পর্যন্ত বাংলার জন্য মঞ্জুর করা কেন্দ্রের বাহিনী আটকে রয়েছে ভিনরাজ্যেই। এমন পরিস্থিতিতেস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরে ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে ফের চিঠি দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...
Exit mobile version