Sunday, May 4, 2025

বেশ কয়েকদিন ধরে তাঁকে দেখতে পায়নি পাড়ার প্রতিবেশীরা।সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না ঘরের ভেতর থেকেও।নিমতা থানার পুলিশ ঘরের দরজা ভেঙে চমকে ওঠে।দেখা যায় মাটিতে পড়ে আছে ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর পচাগলা দেহ। পাশের ঘরেই মিলেছে একটি কঙ্কাল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়ায়। ঠিক কী কারণে এই মৃ্ত্যু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

স্থানীয়রা জানিয়েছেন,পূর্ব বেলঘরিয়া সেকেন্ড লেনে থাকতেন বিদ্যুৎ দফতরের  অবসরপ্রাপ্ত কর্মী বীরেন্দ্রকুমার দে (৬৬)। এলাকার বাসিন্দারা গত কয়েকদিন ধরে ওই প্রৌঢ়কে দেখতে পাচ্ছিলেন না। কারও সাড়াশব্দও পাচ্ছিলেন না। ফলে তাদের সন্দেহ হয়। এরপরই নিমতা থানায় তাঁরা খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই প্রৌঢ়ার দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে অনুমান, পাশের ঘর থেকে উদ্ধার হওয়া কঙ্কালটি মৃতের ভাই ধীরেন্দ্র কুমার দে’র (৬৩)। স্থানীয়দের দাবি, দুই ভাই মানসিক রোগী ছিলেন।

পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত পাঁচ-ছ’মাস আগে ভাইয়ের মৃত্যু হয়েছে। সেই দেহ আগলেই দাদা বসেছিলেন। দিন কয়েক আগে তাঁরও মৃত্যু হয়। বাড়িতে অন্য  কেউ না থাকায় বিষয়টি প্রতিবেশীরাও জানতে পারেননি। স্থানীয়রা তৎপর হওয়ায় এদিন গোটা বিষয়টি প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যার দেহ উদ্ধার হয়েছে তাঁরা চার ভাই। প্রত্যেকের মানসিক সমস্যা রয়েছে। দু’ভাই আগেই মারা গিয়েছেন। এক বোন রয়েছে। তাঁর বিয়ে হয়ে গিয়েছে।স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version