Thursday, August 21, 2025

বেশ কয়েকদিন ধরে তাঁকে দেখতে পায়নি পাড়ার প্রতিবেশীরা।সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না ঘরের ভেতর থেকেও।নিমতা থানার পুলিশ ঘরের দরজা ভেঙে চমকে ওঠে।দেখা যায় মাটিতে পড়ে আছে ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর পচাগলা দেহ। পাশের ঘরেই মিলেছে একটি কঙ্কাল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়ায়। ঠিক কী কারণে এই মৃ্ত্যু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

স্থানীয়রা জানিয়েছেন,পূর্ব বেলঘরিয়া সেকেন্ড লেনে থাকতেন বিদ্যুৎ দফতরের  অবসরপ্রাপ্ত কর্মী বীরেন্দ্রকুমার দে (৬৬)। এলাকার বাসিন্দারা গত কয়েকদিন ধরে ওই প্রৌঢ়কে দেখতে পাচ্ছিলেন না। কারও সাড়াশব্দও পাচ্ছিলেন না। ফলে তাদের সন্দেহ হয়। এরপরই নিমতা থানায় তাঁরা খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই প্রৌঢ়ার দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে অনুমান, পাশের ঘর থেকে উদ্ধার হওয়া কঙ্কালটি মৃতের ভাই ধীরেন্দ্র কুমার দে’র (৬৩)। স্থানীয়দের দাবি, দুই ভাই মানসিক রোগী ছিলেন।

পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত পাঁচ-ছ’মাস আগে ভাইয়ের মৃত্যু হয়েছে। সেই দেহ আগলেই দাদা বসেছিলেন। দিন কয়েক আগে তাঁরও মৃত্যু হয়। বাড়িতে অন্য  কেউ না থাকায় বিষয়টি প্রতিবেশীরাও জানতে পারেননি। স্থানীয়রা তৎপর হওয়ায় এদিন গোটা বিষয়টি প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যার দেহ উদ্ধার হয়েছে তাঁরা চার ভাই। প্রত্যেকের মানসিক সমস্যা রয়েছে। দু’ভাই আগেই মারা গিয়েছেন। এক বোন রয়েছে। তাঁর বিয়ে হয়ে গিয়েছে।স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version