Sunday, November 2, 2025

রাজনৈতিক সৌজন্য! নওশাদকে পাশে নিয়েই ভাঙড়ে শান্তিপূর্ণ ভোট-বার্তা শওকত মোল্লা

Date:

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার সময় বিক্ষিপ্ত অশান্তির খবর আসে ভাঙড় থেকে। তিনজনের মৃত্যু হয়। অভিযোগের আঙুল ওঠে শাসক-বিরোধী দুদিকেই। এই পরিস্থিতি সোমবার বিধানসভায় একফ্রেমে দেখা গেল তৃণমূল (TMC) বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla) ও ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddiqi)। তৃণমূলের তরফে ভাঙড়ের পর্যবেক্ষক ক্যানিং পূর্বের বিধায়ক শওকত। সেখানকারই বিধায়ক নওশাদ। এদিন বিধানসভার অলিন্দে হাসতে হাসতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন দুজনে। ভাঙড়ে শান্তিপূর্ণ ভোটের বার্তা দেন শওকত। ভাঙড়ে ভোট কি শান্তিপূর্ণ হবে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাশ দাঁড়িয়ে থাকা শওকতকে দেখিয়ে নওশাদ বলেন, “বড় দাদা আছেন। আমি আশা করব উনি আমাকে বড় দাদা হিসাবে গাইড করবেন?”

একই প্রশ্নের উত্তরে শওকতের জবাব, “আমি নওশাদভাইকে বলব, ভাঙড়ে বেশি গন্ডগোল না করতে।“
এর উত্তরে নওশাদের সহাস্য জবাব, “বড় দাদা সবটা জানেন, কোথা থেকে লোক নিয়ে আসছেন, কারা গন্ডগোল করছেন, সব দাদা জানেন।“ বিজেপি নেতাদের সঙ্গে আইএসএফ নেতা হোয়াটসঅ্যাপ চ্যাট কয়েকদিন আগেই ফাঁস করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। দাবি করেন, ভাঙড়ের নওশাদ সিদ্দিকির সঙ্গে গেরুয়া শিবিরের নিবিড় যোগ রয়েছে। এদিন এই নিয়ে সরাসরি শওকত মোল্লাকে প্রশ্ন করলেন, “নওশাদ কি বিজেপির লোক?“ জবাবে মুচকি হেসে তৃণমূল বিধায়ক বলেন, “এ নিয়ে এখানে আমি কিছু বলব না।“ রাজনৈতিক মহলের অনেকের মতে, একফ্রেমে দুই নেতা দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভোটের বার্তা দেওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

 

 

Related articles

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...
Exit mobile version