1:1 ফর্মুলায় যেতে রাজি নয় CPIM! সিমলা বৈঠকে ‘পার্টি লাইনে’র পক্ষে সওয়াল পরিকল্পনা ইয়েচুরির

পাটনা বৈঠকে যতই ঘাড় নেড়ে আসুক, সিপিএম আছে সিপিএমেই! বিজেপিকে সরানোর চেয়েও বাংলায় শাসকদলের বিরুদ্ধে খড়্গহস্ত হওয়া তাদের তথাকথিত ‘পার্টি লাইন’। আর সেই কারণেই আগামী লোকসভা নির্বাচনে একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে নারাজ কমরেডকুল। সিমলা বৈঠকে সেই পার্টি লাইনের পক্ষেই সাওয়াল করার পরিকল্পনা সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির (Sitaram Yechuri)।

বিজেপি বিরোধী জোট জোটে থাকবে পার্টি। কিন্তু একের বিরুদ্ধে এক প্রার্থীর ফর্মুলাকে সমর্থন করবে না CPIM। কেরালা ও বাংলার রাজনৈতিক পরিস্থিতির কথা ভেবেই পলিটব্যুরোর এই সিদ্ধান্ত। শনি ও রবিবার দু’দিনের বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়েছে ১২ জুলাই শিমলার বৈঠকে পার্টির তরফে ২০০৪ সালের মতো সাধারণ ন্যূনতম কর্মসূচি ঘোষণার প্রস্তাব দেওয়া হবে। সিপিএমের তরফে একটি খসড়া প্রস্তাবও দেবেন ইয়েচুরি।

আরও পড়ুন- ১০০ বছরেও বামেরা ফিরবে না বাংলায়: মমতার ভূয়সী প্রশংসা করে মন্তব্য ম্যাথুর

পলিট ব্যুরোর বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে জাতীয় ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে সিপিআইএম। সেখানে তৃণমূল থাকলেও আপত্তি নেই। কিন্তু রাজ্যের ক্ষেত্রে রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত। গত বছর কান্নুরে আয়োজিত পার্টি কংগ্রেসেই সেই প্রস্তাব পাশ হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব সায় দিয়ে পাটনায় মহাজোটের বৈঠকে যোগ দেন ইয়েচুরি। বিজেপি বিরোধী ভোট ভাগ হতে না দিয়ে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার বিষয় আলোচনা হয়। সূত্রের খবর, তার প্রেক্ষিতেই এদিন পলিটব্যুরোর বৈঠকে শিমলার বৈঠকে একের বিরুদ্ধে এক প্রার্থীর প্রস্তাবে সায় না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

পাশাপাশি লোকসভা ভোটের আগে মানুষের আস্থা অর্জনে সাধারণ ন্যূনতম কর্মসূচি ঘোষণার প্রস্তাব
দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাবে কেন্দ্রীয় সরকারের সমস্ত শূন্যপদ পূরণ, গ্যাসের দাম কমপক্ষে ৫০০ টাকা কমানো, পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রেও দাম নিয়ন্ত্রণ, ১০০ দিনের কাজের প্রকল্পকে ২০০ দিন করা, বেকারত্ব কমাতে সরকারি ও বেসরকারি উদ্যোগ, গরিব মানুষের স্বার্থে রেশন ব্যবস্থাকে ঢেলে সাজা, কৃষকদের স্বার্থে ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি, রাষ্ট্রায়ত্ত সংস্থার পুনরুজ্জীবনে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রস্তাব দেওয়ার কথা বলা হবে।