Tuesday, August 26, 2025

‘স্টেশনের পরিষেবা ঠিকমতো দেওয়া যায় না, বন্দে ভারত চালাচ্ছি’

Date:

বৃষ্টিভেজা নয়াদিল্লির রেলস্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মেয়ের। রেল কর্তৃপক্ষের কোনও সাহায্য মেলেনি। মেয়ের নিথর দেহ সামনে দেখে শোকস্তব্ধ বাবা। সাংবাদিকদের সামনে দেখেই বিজেপি সরকারের উপর ক্ষোভ উগরে বললেন, ‘ স্টেশনের পরিষেবাই যেখানে ঠিকমতো দেওয়া যায়না সেখানে বন্দে ভারতের মতো অত্যাধুনিক প্রযুক্তির ট্রেন চালিয়ে কী হবে’?

আরও পড়ুন:উপত্যকায় গু.লির লড়া.ই! আ.হত ১ সেনা, নি.হত জঙ্গি
রবিবার ভোরে দিল্লি থেকে সপরিবারে চণ্ডীগড় যাচ্ছিলেন পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকার বাসিন্দা সাক্ষী আহুজা। রেলস্টেশনে বিদ্যুতের খুঁটি স্পর্শ করতেই তড়িদাহত হন সাক্ষী। চোখের সামনে তাঁকে ছটফট করতে করতে মরতে দেখেছেন সাক্ষীর বাবা লোকেশ কুমার চোপড়া।তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর মেয়েকে নিয়ে ঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে পারেননি তাঁরা। স্টেশন চত্বর থেকে বেরোতেই কেটে গিয়েছে ৩০ থেকে ৪০ মিনিট।রেল কর্তৃপক্ষ সাহায্য করবে বলেও এগিয়ে আসেনি। কোথাও কোনও অ্যাম্বুল্যান্স, চিকিৎসক বা প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত ছিল না। স্টেশন থেকে হাসপাতালে পৌঁছতেই অনেকটা সময় লেগে যায়। তখনই লোকেশ বুঝে গিয়েছিলেন, মেয়ে আর নেই।

এদিনের যাত্রায় সাক্ষীর সঙ্গে ছিল তাঁর ন’বছরের পুত্র এবং সাত বছরের কন্যা। সাক্ষীর মৃত্যু হয়েছে বুঝতে পেরেও তাঁর সন্তানদের মুখের দিকে তাকিয়ে সত্যিটা বলতে পারেননি লোকেশ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সাক্ষীকে মৃত বলে ঘোষণা করেন।তখনই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।

এদিন সাংবাদিকদের লোকেশ জানান, “রেলের তরফে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু কিছুই হয়নি। আমাদের এই সিস্টেমের কোনও পরিবর্তন হচ্ছে না। আমরা বন্দে ভারতের মতো অত্যাধুনিক প্রযুক্তির ট্রেন চালু করছি, কিন্তু স্টেশনে ঠিক মতো পরিষেবা দিতে পারছি না।’’

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version