Wednesday, November 12, 2025

বিজেপির নির্বাচনী ইস্তেহারের তিন প্রধান প্রতিশ্রুতির অন্যতম অভিন্ন দেওয়ানি বিধি।এবার সেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মঙ্গলবার মধ্যপ্রদেশের জনসভা থেকে সেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়েই চড়া সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মধ্যপ্রদেশে ভোট আসছে। এদিন সর্বভারতীয় বিজেপি ‘মেরা বুথ, সবসে মজবুত’ কর্মসূচির আয়োজন করেছিল। এদিন সেখান থেকেই প্রধানমন্ত্রী বলেন, ‘এক দেশে কীভাবে দু’টি আইন চলতে পারে?’ তাঁর বার্তা, ভারতের সংবিধানেও এই বিধি চালুর অঙ্গীকার রয়েছে। শীর্ষ আদালতও তা লাগু করতে বলেছে। আগামী বছর  লোকসভা ভোটকে পাখির চোখ করে এর মধ্যেই বিজেপি বিরোধী জোটের বৈঠক হয়েছে পাটনায়। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর মুখে অভিন্ন দেওয়ানি বিধির কথায় অন্য তাৎপর্য পাচ্ছে রাজনৈতিক মহল।

মোদি এদিন বলেন, ভারতে তিন তালাককে আমরা নিষিদ্ধ করেছি। যা ছিল মুসলিম মা-বোনেদের জন্য অভিশপ্ত আইন। অথচ মিশর, পাকিস্তান, কাতার, জর্ডন, সিরিয়া, বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত দেশগুলি অনেকদিন আগেই এই আইন তুলে দিয়েছে।
অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড হল ভারতে নাগরিকদের ব্যক্তিগত বিষয়ে অভিন্ন আইন। যা জাত, ধর্ম নির্বিশেষে সব নাগরিকের উপর সমানভাবে প্রযোজ্য হবে। বর্তমানে, বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইন চালু আছে যা তাদের ধর্মীয় বিধান দ্বারা পরিচালিত হয়। বিয়ে, বিবাহ বিচ্ছেদ, দত্তক নেওয়া, ভরণপোষণের বিষয়গুলি ব্যক্তিগত আইনের আওতায় পড়ে। এই ব্যাপারে আদালতও হস্তক্ষেপ করতে পারে না।

যেমন বিয়ে নিয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি এবং শিখদের জন্য পৃথক আইন চালু আছে। বিজেপির দাবি, দেশে একটাই ব্যক্তিগত আইন থাকবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের জন্য আলাদা আইন থাকতে পারে না।

Related articles

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...
Exit mobile version