Sunday, November 9, 2025

ফের রাজধানী শহরে তা.ণ্ডব দু.ষ্কৃতীদের! কাশ্মীরি গেটে সর্বস্ব লুট ব্যবসায়ীর  

Date:

ফের বড়সড় প্রশ্নচিহ্নের মুখে রাজধানী দিল্লির (Delhi) আইনশৃঙ্খলা (Law and Order) ব্যবস্থা। এবার এক ব্যবসায়ীর থেকে ৪ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল। নয়াদিল্লির (New Delhi) কাশ্মীরি গেট (Kashmiri Gate) এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় ওই ব্যবসায়ীর (Businessman) থেকে সর্বস্ব লুট করা হয়। তবে পুলিশ ঘটনার তদন্তে নামলেও এখনও অধরা ছিনতাইবাজরা। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর থেকে তিন লক্ষ টাকা ও মোটরবাইক ছিনিয়ে পালায় দুই দুষ্কৃতী। এদিকে রোমহর্ষক ডাকাতির ঘটনা প্রকাশ্যে আসতেই দিল্লি পুলিশের ব্যর্থতা নিয়ে তীব্র কটাক্ষ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লির কাশ্মীরি গেট এলাকার এক ব্যবসায়ী নিজের স্কুটি নিয়ে অপেক্ষা করছিলেন। তাঁর স্কুটিতে ৩ লক্ষ টাকা ছিল। রাত একটা নাগাদ সেখানে হাজির হয় দুই দুষ্কৃতী। ব্যবসায়ী কোনও কথা বলার আগেই তাঁর দিকে বন্দুক তাক করে তারা। সঙ্গে সঙ্গে টাকা ভর্তি স্কুটি চালিয়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত। গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। তবে এখনও দুই দুষ্কৃতীকে চিহ্নিত করতে পারেনি দিল্লি পুলিশ।

এছাড়া গত শনিবার দিল্লির প্রগতি ময়দানের একটি টানেলে দুই ব্যক্তিকে লুটপাট করে কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। আর সেই ডাকাতির ঘটনা ধরা পড়ে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা যায়, বাইকে চড়ে চার সশস্ত্র ব্যক্তি একটি গাড়িকে থামাচ্ছে এবং তারপর গাড়ির ভিতর থেকে একটি কালো ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছে। মঙ্গলবার দিল্লি পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে এক অভিযুক্তকে গ্রেফতার করে।

 

 

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version