Friday, November 7, 2025

সেন্ট্রাল ভিস্তায় ড্রেস কোড, আলাদা করে ২ কক্ষের উদ্বোধন! ফের তো.পের মুখে মোদি সরকার

Date:

দেশের মানুষ খেতে পাচ্ছে না, আর হাজার হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে নয়া সংসদ (Parliament) ভবন- সেন্ট্রাল ভিস্তা (Central Vista)। তা নিয়ে সরব বিরোধীরা। তবে, বাদল অধিবেশন (Monsoon Session) দিয়েই নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হতে চলেছে। ১৭ বা ২০ জুলাই বাদল অধিবেশন শুরু হতে পারে। আর সেখানেই চালু হচ্ছে ড্রেস কোড (Dress Code)। সব মিলিয়ে ফের বিতর্কের মুখে পড়তে চলেছে মোদি সরকার।

সংসদ সূত্রে খবর, আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলেও নতুন ভবনের ভিতরে কাজ এখনও বাকি। জোরকদমে চলছে শেষ মুহূর্তের কাজ। লোকসভা ও রাজ্যসভা ভবনের আলাদা আলাদা উদ্বোধনও করা হবে। নতুন ভবনে বাদল অধিবেশন করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। যদি নির্ধারিত সময়ে কাজ শেষ না হয়, তাহলে পুরনো সংসদ ভবনেই অধিবেশন হওয়ার সম্ভাবনা।

স্টেন্ট্রাল ভিস্তায় অধিবেশন হলে সংসদের কর্মীদের জন্য নতুন ড্রেস কোড চালু হবে। রাজ্যসভা (Rajya Sabha) এবং লোকসভার (Lok Sabha) কর্মীরা একই ধরনের পোশাক পরবেন। ভারতের বৈচিত্র এবং সংস্কৃতির প্রভাব থাকবে পোশাকে। বাদল অধিবেশন দ্বিতীয় মোদি সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এরপর আর একটিই পূর্ণাঙ্গ অধিবেশন পাবেন নরেন্দ্র মোদি- সেটা শীতকালীন অধিবেশন। এই অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি-সহ অন্যান্য বিতর্কিত বিল পেশ করতে চায় কেন্দ্রীয় সরকার। এই অধিবেশনেই দিল্লির বিতর্কিত অর্ডিন্যান্স পেশের সম্ভাবনা। সব মিলিয়ে নয়া ভবনে প্রথম অধিবেশনের দিকে নজর রয়েছে সারাদেশের।

তবে, আলাদা করে ফের দুই কক্ষের উদ্বোধন, কর্মীদের পোশাক বিধি নিয়ে ফের বিরোধীদের তোপের মুখে পড়তে চলছে মোদি সরকার।

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version