Sunday, November 9, 2025

যতীন পরাঞ্জপেকে মনে আছে? তিনি এখন কয়েকশো কোটি টাকার সফল ব্যবসায়ী

Date:

যতীন পরাঞ্জপেকে মনে আছে? তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ছিল ক্ষণস্থায়ী। এখন তাঁর পরিচয় ক্রিকেটার নয়, একজন সফল ব্যবসায়ী। রীতিমতো স্টাইলিশ ক্রিকেটার ছিলেন পরাঞ্জপে।  সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো দুর্দান্ত ব্যাটিং করতেন। কিন্তু তাঁর আন্তর্জাতিক কেরিয়ার অত্যন্ত স্বল্পস্থায়ী ছিল। মাত্র ৪টি একদিনের ম্যাচের পর তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি ক্রিকেটের মূলস্রোতে।আসলে পরাঞ্জপে ততদিনে একজন উদ্যোক্তা হিসেবে রীতিমতো সফল। দ্বিতীয় ইনিংস ছেড়ে ক্রিকেটে মন দেওয়া কঠিন ছিল।

১৯৭২ সালে জন্ম পরাঞ্জপের।মাস্টার ব্লাস্টার তেন্ডুলকরের মতো একই সার্কিটে খেলে বড় হয়েছেন।জানলে অবাক হবেন, তিনি সচিনকে হারিয়ে বোম্বে ক্রিকেট অ্যাসোসিয়েশনের ১৯৮৬-৮৭ সালের ‘জুনিয়র ক্রিকেটার অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছিলেন। যতীনের রঞ্জি ট্রফি কেরিয়ার শুরু হয়েছিল ১৯৯১-৯২ মরসুমে।১৯৯৮ সালে তার ভারতের হয়ে অভিষেক হয়।কানাডার টরেন্টোতে সাহারা কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ২৩ রানের অপরাজিত ইনিংস আজও মনে রেখেছেন ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু দুর্ভাগ্য তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। গোড়ালিতে মারাত্মক চোট পান এই প্রতিভাবান ক্রিকেটার।এই চোট পাওয়ার পর আর কখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। মিডল অর্ডার ব্যাটারটি তার প্রথম ব্যবসা শুরু করেন স্পোর্টস ওয়ান ইন্ডিয়ার সঙ্গে। কয়েক বছরের মধ্যেই  একজন ক্রিকেটার থেকে একজন পাকাপোক্ত ব্যবসায়ীতে পরিণত হযন।যখন নাইকি তাকে ইউরোপে পাঠায় ব্যবসায়িক প্রশিক্ষণের জন্য, সেই সুযোগ তিনি পুরোপুরি কাজে লাগান।এই সময় তার জীবন বদলে যেতে থাকে। পরাঞ্জপে ২০১৭ সালে তার বহু কোটি টাকার ব্যবসা ‘খেলমোর’ প্রতিষ্ঠা করেন।

প্রাক্তন ক্রিকেটারের মুম্বাই-ভিত্তিক স্টার্টআপে ড্রিম-১১ এবং অশ্বিন দামেরার মতো বিনিয়োগকারী রয়েছেন। পরাঞ্জপে বিয়ে করেছেন বলিউড তারকা সোনালি বেন্দ্রের বোন গান্ধালিকে। তিনি যতীনের কোম্পানির সঙ্গেও ওতোপ্রতোভাবে জড়িত।এই কোম্পা্নিতে তিনি একজন ক্রীড়া প্রশিক্ষক এবং একাডেমি এগ্রিগেটর হিসাবে যুক্ত। একজন ক্রিকেটার ছাড়াও যতীন বিসিসিআই নির্বাচক হিসেবেও কাজ করেছেন।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version