Saturday, November 15, 2025

মাঝরাতে মোদির বাসভবনে ম্যারাথন বৈঠক, বিজেপিতে বড় রদবদলের ইঙ্গিত

Date:

আগামী বছর লোকসভা নির্বাচন(Loksava Election)। সেদিকে নজর রেখে মাঝরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) বাড়িতে বসল বিজেপি(BJP) শীর্ষ নেতৃত্বের ম্যারাথন বৈঠক। বুধবার রাতে বৈঠকে ডাকা হয়, জেপি নাড্ডা, অমিত শাহ(Amit Shah), বিএল সন্তোষদের। দলীয় নেতৃত্বের সঙ্গে প্রায় ৫ ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, আসন্ন ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি লোকসভা নির্বাচন রণকৌশল নিয়ে আলোচনা হয় এদিন। পাশাপাশি সূত্রের খবর, দলের অন্দরে বড় রদবদলের বিষয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।

সম্প্রতি অভিন্ন দেওয়ানি বিধি দেশে লাগু করার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন লোকসভা নির্বাচনে এটাই বিজেপির মাস্টারস্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। এরইমাঝে ৫ ঘন্টার এই ম্যারাথন বৈঠক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ কিছুদিন আগেও মোদির সঙ্গে শাহ-নাড্ডারা (JP Nadda) বৈঠক করেছেন, তবে এত দীর্ঘ আলোচনা কার্যত বেনজির। সূত্রের খবর, চার রাজ্যের নির্বাচনের আগে বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল হতে পারে। সেই রদবদল নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন শাহ-নাড্ডারা। আবার আগামী চার রাজ্যের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়েও আলোচনা হয়েছে ওই বৈঠকে। আসলে কর্ণাটক নির্বাচনে ধাক্কার পর চার রাজ্যে ভাল ফল করা গেরুয়া শিবিরের জন্য ভীষণ জরুরি হয়ে পড়েছে। সেকারণেই রণকৌশলে বদল করা হচ্ছে বলে খবর।

আরেকটা সূত্র অবশ্য বলছে, বুধবারের বৈঠকের অন্যতম আলোচ্য ছিল অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। কীভাবে এক দেশ-এক আইন বলবত করা যায়, তাতে রাজনৈতিকভাবে বিজেপি কতটা ফায়দা পাবে, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। যদিও সরকারিভাবে এই বৈঠক নিয়ে বিজেপি নেতৃত্বে মুখ খুলছে না।

Related articles

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...
Exit mobile version