Saturday, August 23, 2025

পঞ্চায়েত নির্বাচনের আগে উ.ত্তপ্ত সবং! উদ্ধার বিজেপি নেতার ঝু.লন্ত দেহ

Date:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ফের বিজেপি (BJP) নেতার রহস্যমৃত্যু (Mysterious Death) ঘিরে উত্তপ্ত হয়ে উঠল সবং (Sabang)। বৃহস্পতিবার বাড়ি থেকে উদ্ধার বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর (Deepak Samanta) ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, বিজেপি নেতাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বলপাই গ্রামের ঘটনা। তবে কে বা কারা তাঁকে খুন করেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। এদিকে বুথ সভাপতিকে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। তবে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, যে কোনও মত্যুই দুর্ভাগ্যজনক। পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। দোষীর সাজা হবে।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দিন চারেক আগেও দলের প্রচারে বেরিয়েছিলেন ওই বিজেপি নেতা। তখনও দীপককে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে বলা হয় বলে অভিযোগ। এমনকী তৃণমূলে যোগ না দিলে তাঁকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তবে তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনার সঙ্গে দল কোনওভাবেই জড়িত নয়। ওই বিজেপি কর্মী আত্মঘাতী হয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে বেশিরভাগ জায়গায় প্রার্থী দিতে না পেরে হিংসার পথ বেছে নিয়েছে গেরুয়া শিবির। পুলিশ তদন্ত করলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘যে কোনও মত্যুই দুর্ভাগ্যজনক। পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। দোষীর সাজা হবে। সোজাসুজি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অন্যায়। কোনও প্রমাণ তো এখনও হয়নি।

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version