Friday, November 28, 2025

প্রশ্নের মুখে দিল্লির নিরাপত্তা, পার্কের মধ্যে বন্ধুদের সামনেই কিশোরীকে গণধ.র্ষণ

Date:

ফের গণধর্ষণ দিল্লিতে(Delhi)। পার্কের মধ্যে বন্ধুদের সামনেই এক কিশোরীকে গণধর্ষণ করল ৩ জন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির শাহবাদ ডেয়ারির এক পার্কে। ঘটনার পর পুলিশে অভিযোগ জানানো হলে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ(Police)। পলাতক আর একজন। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে রাজধানীর বুকে ফের গণধর্ষণের ঘটনায় শাহের পুলিশের আওতাধীন দিল্লির নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার পার্কে বন্ধুদের সঙ্গে গল্প করছিল বছর ষোলোর এক কিশোরী। সেই সময় তিন যুবক পার্কে আসে। অভিযোগ, বন্দুদের সামনে কিশোরীকে তিন জন মিলে গণধর্ষণ করে পালিয়ে যান। কিশোরীর পরিবার বিষয়টি জানতে পারার পর পুলিশে অভিযোগ দায়ের করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে আর একজনের বিরুদ্ধে তল্লাশি শুরু হয়েছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে বন্ধুদের সামনেই এমন কাণ্ড ঘটালো ৩ জন অথচ কেউ কেন কোনও প্রতিবাদ করল না? আপাতত ওই বন্ধুদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। অভিযুক্তেরা কিশোরীর পূর্ব পরিচিত, না কি তার বন্ধুদের সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র আছে? তা জানার চেষ্টা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, মাস খানেক আগে এই শাহবাদ ডেয়ারি এলাকাতেই একটি খুনের ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজধানীতে। এক কিশোরীকে পথচারীদের সামনেই কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে সাহিল নামে এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই-ই নয়, কিশোরীকে কোপানোর পর মৃত্যু নিশ্চিত করতে পাথর দিয়েও থেঁতলে দেওয়া হয় তার শরীর। ঘটনার ১৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার পর শাহবাদ ডেয়ারি এলাকার বাসিন্দারা অভিযোগ তুলেছিলেন, এখানে প্রকাশ্যে মাদকের আসর বসে ও অসামাজিক কাজকর্ম চলে। কেউ যদি প্রতিবাদ করেন, তাঁর উপর হামলা চালানো হয়। ফলে একের পর এক অপরাধ হলেও মুখে কুলুপ এঁটে থাকেন বাসিন্দারা। সেখানেই এবার গণধর্ষণের ঘটনা।

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...
Exit mobile version