Wednesday, November 5, 2025

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ফের বিস্ফোরণ পূর্ব মেদিনীপুরে (East Midnapore)। এবার ঘটনাস্থল পটাশপুর (Patashpur)। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার পটাশপুরে এক নির্দল প্রার্থীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। দুর্ঘটনায় আহত হন শেখ নজরুল নামে এক ব্যক্তি। তবে জখম অবস্থাতেই তিনি পলাতক। জানা গিয়েছে, এদিন সকালে পটাশপুরের পালপাড়ায় এক নির্দল প্রার্থীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দুর্ঘটনার জেরে নির্দল প্রার্থীর টিনের বাড়ির একাংশও ভেঙে পড়ে বলে খবর। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, গায়ের জোরে এলাকা দখলের কারণেই বোমা মজুত করছে বিরোধীরা। আর তা ফেটেই এদিন বিস্ফোরণ হয়েছে। আমাদের দল শান্তিপূর্ণ নির্বাচন চায়। কিন্তু বিরোধীরা নির্বাচনের আগে গায়ের জোরে অশান্তি পাকানোর চেষ্টা করছে। পরে পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, এদিন প্রথমে বিষয়টিতে কেউ নজর দেননি। কিন্তু পরে স্থানীয় বাসিন্দারা যখন ওই এলাকায় পৌঁছন, ততক্ষণে জখম অবস্থায় ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। অভিযোগ, সেই বাড়িতেই বোমা মজুত করা হয়েছিল। আর সেই বোমা ফেটেই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক ওয়ার্ডে প্রার্থী দিতে না পেরে গায়ের জোরে এলাকা দখলের কারণেই বোমা মজুত করছে বিরোধীরা। আর তা ফেটেই এদিন বিস্ফোরণ হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আপাতত এলাকা থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করে নির্দল প্রার্থীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version