Saturday, November 8, 2025

ফের সিবিআই আদালতে (CBI Court) খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের (Bail) আবেদন। তবে শুক্রবার অনুব্রতর আইনজীবী সোমরাজ চট্টরাজ আদালতে জানান, ৩২৩ দিন জেলে রয়েছেন অনুব্রত। আর সেকারণেই তাঁকে যেকোনও শর্তে জামিন দেওয়া হোক। জানা গিয়েছে, শুক্রবার নেটওয়ার্ক সমস্যা থাকায় ভার্চুয়াল শুনানি না হলেও অনুব্রতর হয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। তিনি আদালতকে সাফ জানান, তাঁর মক্কেল ১১ অগাস্ট ২০২২ থেকে জেলবন্দি। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে পাঁচটি চার্জশিটও (Charge Sheet) জমা পড়েছে। তবে কবে নাগাদ ট্রায়াল শুরু হবে তা জানা যাচ্ছে না। তবে এরপরই প্রভাবশালী তকমা সামনে এনে অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী জয় কিষান। মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ জুলাই।

এদিন সওয়াল জবাব চলাকালীন সিবিআই-র (CBI) আইনজীবী সাফ জানান, উনি অত্যন্ত প্রভাবশালী। তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে চলছে। এইসময় তাঁকে জামিন দেওয়া হলে উনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। আর সেকারনেই তাঁর জামিনের আবেদন নাকচ করা হোক। তবে অনুব্রতর আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন ভিন রাজ্যে রয়েছেন অনুব্রত। ওখান থেকে বসে কীভাবে সাক্ষীদের প্রভাবিত করা সম্ভব? তবে এদিন দু’পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে প্রশ্ন করেন, ইতিমধ্যে ২৮৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আর কত সময় লাগবে? যার উত্তরে সিবিআই-র তদন্তকারী আধিকারিক জানান, আরও নতুন তথ্য হাতে উঠে আসছে। আর সেকারণেই কয়েকজন সাক্ষীর বয়ান প্রয়োজন।

পাশাপাশি এদিন বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের থেকে জানতে চান, আর কতদিন ধরে এই তদন্ত চলবে? উত্তরে তদন্তকারী অফিসার জানান, খুব দ্রুত ফাইনাল চার্জশিট পেশ করা হবে। তবে এদিন দু’পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক রায়দান কিছুক্ষণের জন্য স্থগিত রাখেন। ২ ঘণ্টা পর তিনি রায় ঘোষণা করে জানিয়ে দেন আপাতত জামিন পাবেন না অনুব্রত। তাঁকে বর্তমানে জেলে হেফাজতেই থাকতে হবে।

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version