Wednesday, August 27, 2025

একজন সাংসদের মুখে এমন ক.দর্য ভাষা! সৌমিত্রকে তীব্র ভর্ৎস.না আদালতের

Date:

সোনামুখী থানার আইসিকে(IC) কদর্য ভাষায় আক্রমণের জেরে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁয়ের(Soumitra Khan) বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর(FIR)। এই মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ(BJP MP)। তবে একজন পুলিশ অফিসার ও তাঁর পরিবাকে নোংরা ভাষায় আক্রমণ করায় আদালতে ভর্ৎসিত হলেন সৌমিত্র। আদালতের তরফে জানানো হল, একজন সাংসদের মুখ থেকে এই ভাষা আশা করা যায় না। যদিও পরে তাঁকে রক্ষাকবচ দিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, আগামী ১৫ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।

এদিন আদালতে সওয়াল-জবাব পর্ব চলাকালীন সৌমিত্র খাঁয়ের আইনজীবী আদালতকে জানান, সোনামুখী থানার আইসি’‌র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। তাই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। এমনকী গ্রেফতারির আশঙ্কা রয়েছে। দু’টি মামলা করা হয়েছে সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে। এসআই এই মামলা করেছেন। সুতরাং এই মামলার তদন্ত পুলিশ করতে পারে না। পাল্টা রাজ্যের পক্ষ থেকে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, “পঞ্চায়েত নির্বাচনের মুখে কোনও রক্ষাকবচ দিলে রাজ্য আপত্তি করবে না। কিন্তু কোনও ধারা প্রয়োগ নিয়ে হস্তক্ষেপ করলে আমাদের আপত্তি আছে। কারণ একজন সাংসদ যে ভাষায় আইসি এবং তাঁর পরিবারকে আক্রমণ করেছেন সেটা আপত্তিকর।”

উল্লেখ্য, সোনামুখীতে এই পুলিশ অফিসারকে তুই তোকারি করেন সাংসদ বলে অভিযোগ। আবার তাঁর পরিবারকে নিয়েও অশ্লীল মন্তব্য করেন সৌমিত্র খাঁ। শুধু তাই নয়, বিষ্ণুপুরের সাংসদ আইসিকে কলকাতা হাইকোর্টে ডেকে পাঠিয়ে ব্যবস্থা নেবেন বলে হুমকি দিয়েছিলেন। এইসব শুনে বিচারপতি রাজাশেখর মান্থা এজলাসে বলেন, “যে ভাষা সাংসদ ব্যবহার করেছেন বলে পুলিশ লিখেছে সেটা আপত্তিকর। একজন সাংসদের মুখ থেকে এই ভাষা আশা করা যায় না। আগাম জামিন চান। আর এফআইআর খারিজের জন্য অন্য আদালতে যান। এই দুই মামলায় ১৫ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।”‌

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version