ফের বৃষ্টিতে (Rain) ভাসতে চলেছে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলা। আগামী রবিবার পর্যন্ত এই পরিস্থিতির বিশেষ বদল ঘটবে না বলে সাফ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। শুক্রবার সকাল থেকে রোদের তাপ বাড়লেও বেলা গড়াতেই বদলাতে শুরু করে পরিস্থিতি। শহরের বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি। তবে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, বৃষ্টি জারি থাকলেও বাড়বে তাপমাত্রা। আর সেকারণে বজায় থাকবে অস্বস্তি। পাশাপাশি এদিন হুগলি, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর চব্বিশ পরগণায় ভারী বৃষ্টি জারি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
তবে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি না হলেও আগামী পয়লা জুলাই শনিবার থেকে সোমবার পর্যন্ত হালকা ও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, শুক্রবার থেকে আগামী ২-৩ দিনে ৪ ডিগ্রি পর্যন্ত রাজ্যের তাপমাত্রা বাড়তে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। তবে কলকাতায় এদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ। ফলে বজায় থাকবে অস্বস্তি।
অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী বেশ কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে উত্তরবঙ্গের জন্য কমলা সর্তকতা (Orange Alert) জারি করা হয়েছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গের তিন জেলা কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি বৃষ্টি জারি থাকবে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সুস্পষ্ট নিম্নচাপের অক্ষরেখা ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। আর সেকারণেই উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমান কিছুটা কমবে।