Tuesday, May 13, 2025

বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে (South Bengal) , তাই তাপপ্রবাহ (Heat Wave) থেকে আপাতত রেহাই মিলেছে। যদিও বৃষ্টি (Rain forecast) অস্বস্তিকর গরম কমাতে পারেনি মোটেই। এই উইকেন্ডে ফের যার নমুনা মিলতে চলেছে। হাওয়া অফিস (Weather Department) বলছে, নিম্নচাপ সরে গেছে মধ্যপ্রদেশে। তাই আজ থেকে বৃষ্টি কমতে থাকবে দক্ষিণে।শুক্রবার থেকে দিনের তাপমাত্রা বাড়বে, যদিও সকালে আকাশ আংশিক মেঘলা কিন্তু বেলা বাড়তেই চড়া হবে রোদ। আপাতত সাময়িক বিরতিতে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আপাতত তা ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গের উপরে থাকলেও আজ দুপুরের পর সেটা উত্তরের দিকে সরতে থাকবে। এবং ভারী বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। সোমবার পর্যন্ত এই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শহর কলকাতায় আজ থেকে তাপমাত্রা বাড়বে, আংশিক মেঘলা আকাশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা মূলত সকালের দিকেই হতে পারে বলে অনুমান। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া-সহ কয়েকটি জেলায়। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

 

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...
Exit mobile version