Thursday, August 21, 2025

ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে অজ্ঞান করার পরই মৃত্যু হল এক হাতির (Elephant)। ঝাড়গ্রামের (Jhargram) বিড়িহান্ডি বিটের কাজলার জঙ্গলের ঘটনা। জানা গিয়েছে, গত কয়েকদিনে হাতির তাণ্ডবে ঝাড়গ্রামের কাজলার জঙ্গলের আশেপাশে এক হোম গার্ড-সহ তিনজনের মৃত্যু হয়। আর তারপরই বনদফতর উন্মত্ত ওই হাতির উদ্দেশে ঘুমপাড়ানি গুলি চালায়। আর তারপরই অজ্ঞান করে নিয়ে আসার সময় মৃত্যু হয় দাঁতালটির।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল থেকে ঝাড়গ্রাম বনদফতরের পক্ষ থেকে বিড়িহান্ডি বিটের কাজলার জঙ্গলে উন্মত্ত ওই হাতিটিকে খুঁজে বের করা হয়। পরে বনদফতরের বিশেষজ্ঞদের উপস্থিতিতে দাঁতাল হাতিটিকে লক্ষ করে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়। এরপরই হাতিটি অজ্ঞান (Senseless) হয়ে গেলে তাকে নির্দিষ্ট পদ্ধতি মেনে চোখ বেঁধে গাড়িতে তোলা হয়। তবে বনদফতরের তরফে সাফ জানানো হয়েছে, হাতিটিকে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে (Jungle Mahal Zoological Park) চিকিৎসার জন্য নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর কারণ নিশ্চিত করতে হাতিটিকে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে আসার পরই তাকে দাহ করা হবে বলে বনদফতর সূত্রে খবর। পাশাপাশি আরও জানা গিয়েছে, দাঁতালটি সম্প্রতি মানুষ দেখলেই তাড়া করছিল এবং তাঁদের মেরে ফেলছিল। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর তারপরই খবর দেওয়া হয় বনদফতরের আধিকারিকদের।

 

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version