Wednesday, August 20, 2025

“রাজ্যপাল ঘুরে ঘুরে বিরোধীদের উসকানি দিচ্ছেন”, আনন্দ বোসকে তো.প কুণালের

Date:

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আবহে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝে ফের সি ভি আনন্দ (CV Anand Bose) বোসকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। রাজধর্ম পালন থেকে বিচ্যুত হয়েছেন রাজ্যপাল, এমন অভিযোগ আগেও এনেছেন কুণাল। এবার তাঁর অভিযোগ, রাজ্যপাল ঘুরে ঘুরে বিরোধীদের উসকানি দিচ্ছেন”। বিমান বোস (Biman Bose) বামফ্রন্টের আর রাজ্যপাল রামফ্রন্টের চেয়ারম্যান।

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যপালের কোচবিহারে যাওয়া নিয়ে নতুন করে সংঘাত। ভোটের আগে গোটা আইন-শৃঙ্খলার বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত। যেখানে যা দেখার কমিশন দেখবে। কিন্তু রাজ্যপাল এদিক ওদিক গিয়ে বিরোধীদের মতো আচরণ করছেন বলে দাবি কুণালের। নিজের বই বিতর্ক থেকে দৃষ্টি সরাতেই এমন করছেন রাজ্যপাল।

এদিকে কোচবিহারে বৃষ্টির মধ্যেই আজ, শনিবার সাতসকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা দিনহাটার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। পঞ্চায়েত নির্বাচনের আর এক সপ্তাহ বাকি। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যপালের এই সফরকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

সি ভি আনন্দ বোসকে তোপ দেগে কুণালের টুইট, “রাজ্যপাল বিজেপি নেতার মতো আচরণ করছেন ৷” কুণালের আরও অভিযোগ, “তৃণমূল কংগ্রেসের যাঁরা খুন হয়েছেন, রাজ্যপাল তাঁদের বাড়ি যাচ্ছেন না ৷ তিনি রাজ্যপালের এই সফরকে “বিরোধীদের প্রচারে রাখতে নাটক করছেন ৷ রাজধর্ম পালন না করে দলদাসের কর্তব্য করছেন। আসলে রাজ্যপাল ঘুরে ঘুরে বিরোধীদের উস্কানি দিচ্ছেন ৷ রাজভবনে তাঁর বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টা।”

 

 

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version