Sunday, November 9, 2025

শা.রীরিক সম্পর্কে মেয়েদের সম্মতির বয়স কমানোর ইঙ্গিত! কেন্দ্রের দ্বারস্থ মধ্যপ্রদেশ হাইকোর্ট

Date:

শারীরিক সম্পর্কে মেয়েদের সম্মতির বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ করতে হবে। এমনই জানাল মধ্যপ্রদেশ হাইকোর্ট (Madhya Pradesh High Court)। ইতিমধ্যে বিষয়টি কেন্দ্রের কাছে জানিয়েছে উচ্চ আদালত। শনিবার মধ্যপ্রদেশ হাইকোর্ট সাফ জানিয়েছে, ১৮ বছরের আগে অপ্রাপ্তবয়স্ক হিসাবেই তাদের ধরা হয়। আর এই সমীকরণ বদলাতে চায় মধ্যপ্রদেশ হাইকোর্ট। আর সেকারণেই শারীরিক সম্পর্কের ক্ষেত্রে মেয়েদের সম্মতির বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করতে আগ্রহী। তবে বিজেপি (BJP) শাসিত এই রাজ্যের এমন পদক্ষেপ দেখে সরব বিরোধীরা। হাই কোর্টের এমন পদক্ষেপে কার্যত মুখ পুড়েছে শিবরাজ সিং চৌহান সরকারের (Shivraj Singh Chouhan)।

মধ্যপ্রদেশে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের যুবককে গ্রেফতার করা হয়। অভিযোগ, ছ’মাস টানা তিনি ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এরপর ২০২০ সালের এপ্রিল মাসে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সেই বছরের জুলাই মাসেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। পরে পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। তিন বছর ধরে জেল খাটলেও এখনও জামিন পাননি তিনি।

জানা গিয়েছে, শনিবার সেই মামলার শুনানিতে মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি দীপক কুমার আগরওয়াল জানিয়েছেন, ২০১২ সালে আইনের সংশোধন করে শারীরিক সম্পর্কে মেয়েদের সম্মতির বয়স ১৬ থেকে বাড়িয়ে ১৮ করা হয়েছিল। এরপরই বিচারপতির পর্যবেক্ষণ, সোশ্যাল মিডিয়া এবং অন্য প্রযুক্তির হাত ধরে বর্তমানে ছেলে এবং মেয়ে দ্রুত বয়ঃসন্ধিতে পা দেয়। তাঁদের মানসিক বিকাশ আগের চেয়ে আরও অনেক দ্রুত হয়। মেয়েরা ১৪ বছরের কাছাকাছি বয়সে পা দিলেই বয়ঃসন্ধি প্রত্যক্ষ করে। স্বাভাবিকভাবেই তাঁরা সমবয়সি ছেলেদের প্রতি আকৃষ্ট হন। উভয়ের সম্মতিতেই শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। কিন্তু আইনের চোখে ১৮ বছরের আগে কোনও মেয়েই প্রাপ্তবয়স্ক নয়। তাই অনেক ক্ষেত্রে ছেলেদের প্রতি অবিচার হচ্ছে বলে মত হাইকোর্টের।


 

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version