Saturday, August 23, 2025

পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদেরও নির্বাচনে কাজের নির্দেশ! বড় সিদ্ধান্ত হাইকোর্টের

Date:

নির্বাচনের (Election) কাজ থেকে অব্যহতি চেয়েও লাভের লাভ হল না। শনিবার ইঞ্জিনিয়ারদের (Engineer) দায়ের করা মামলার নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) সাফ জানান, পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদেরও পঞ্চায়েত নির্বাচনে সমানভাবে কাজ করতে হবে। সপ্তাহ ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তবুও সেই নির্বাচন নিয়ে মামলার শেষ নেই। হাইকোর্টে শুনানি হচ্ছে একের পর এক মামলার। তবে এই মামলায় রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) কাছে রিপোর্ট তলব করেছে আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

এছাড়াও, মনোনয়নের দিনক্ষণ পেরিয়ে যাওয়ার পরও একাধিক প্রার্থী মনোনয়ন জমা করেছেন বলে অভিযোগ। তা নিয়েও মামলা গড়িয়েছে কলকাতা হাই কোর্টে। এদিন সেই মামলায় বিডিও অফিসের ভিডিও ফুটেজ তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তবে রাজ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে নির্বাচনের কাজে অব্যাহতি চেয়ে মামলা দায়ের করা হয়। তাঁদের দাবি, প্রশাসনিক কাজের বাইরে তাঁদের রাস্তা, ব্রিজ মেরামত সহ যাবতীয় ওই সংক্রান্ত কাজ করতে হয়। তবে সব সময় তারা বিভিন্ন কাজে কাজে ব্যস্ত থাকে। আর সেই কারণে তাঁদের নির্বাচনের ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক। কিন্তু বিচারপতি সাফ জানিয়ে দেন, কোনওভাবে তারা অব্যহতি পেতে পারেন না।

পাশাপাশি এদিন অপর একটি মামলায়, মনোনায়নের শেষ দিনের পরেও তা জমা করার অভিযোগ উঠেছে। ১৫ জুন মনোনয়ন জমার শেষ দিন ছিল। সেখানে কি করে ২৪ জুন একজন জমা দেয় মনোনয়ন, সেই প্রশ্ন তুলে মামলা দায়ের হয়।

 

 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version