Thursday, August 28, 2025

হাতে আর এক সপ্তাহও সময় নেই, সামনের শনিবার পঞ্চায়েত নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, কংগ্রেস, সিপিএম প্রতিটি রাজনৈতিক দলই পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে শেষ রবিবার প্রচারে (Campaign) ব্যস্ত হয়ে পড়ল। দিনভর সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়।  এদিন হাওড়াতে নির্বাচনী জনসভায় উপস্থিত হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। হুগলিতে দলীয় নেতা কর্মীদের সঙ্গে আলোচনায় বসেন বিধায়ক- মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। নদিয়াতে নীল সাদা বেলুনে সাজানো গাড়িতে পঞ্চায়েত প্রচারে বিধায়িকা অদিতি মুন্সিকে (Aditi Munshi) দেখা যায় আজ। হাওড়া জেলার জগদীশপুরে প্রচারে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। এদিন পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে সভা করেন জুন মালিয়া এবং শতাব্দী রায়। পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েত প্রচারে দেখা যায় সোহম চক্রবর্তী ও মানস ভুইঞাকে। জলপাইগুড়ি (Jalpaiguri) সদর ব্লকের পাহাড়পুর অঞ্চল, পাতকাটা অঞ্চলের সব প্রার্থীদের নিয়ে নির্বাচনী সভা করল তৃণমূল।

পঞ্চায়েত ভোটের প্রচারে সব দিক থেকেই এগিয়ে রাজ্যের শাসকদল। এদিন সকাল থেকেই দলের হয়ে প্রচারে নামেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পূর্ব মেদিনীপুরের খেজুরি-২ ব্লকে উৎসব ভবনের পথসভা থেকে গোডাউন বাজারের জনসভায় যোগ দেন তিনি। এরপর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দেশপ্রাণ ব্লকের আউরাই কালী মন্দির অঞ্চলেও জনসভা করেন কুণাল। কাঁথিতে দেশপ্রাণ ব্লকের ধোপাবেড়্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোফিয়াবাদ বাজারের সভায় নির্বাচনী প্রচারে কেন্দ্রের দুর্নীতির বিরুদ্ধে সরব হন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের কথা মানুষের সামনে তুলে ধরেন।

এদিন পশ্চিম মেদিনীপুরে গড়বেতায় তৃণমূল কংগ্রেসের গড়বেতা ১ নম্বর ব্লক কমিটির নির্বাচনী কর্মীসভায় যান INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হুগলির গোঘাটে প্রচার করেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার।

এদিন হুগলি জেলার রঘুনাথপুর এলাকায় অভিনব প্রচার তৃণমূলের। লক্ষ্মীর ভান্ডার মাথায় নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন তৃণমূল প্রার্থীরা। এদিন নিজেরাই লক্ষ্মীর ভান্ডার বানিয়ে সেটা মাথায় নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল প্রার্থীদের জেতানোর আবেদন জানান। এই বিষয়ে তৃণমূল প্রার্থী কেষ্ট মন্ডল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প মানুষের মাথায় রাখারই জিনিস।এই প্রকল্প মানুষের মাথায় থাকে,হৃদয়ে থাকে তাই তাঁরা লক্ষ্মীর ভান্ডার মাথায় নিয়ে মানুষের কাছে গিয়ে ভোটের প্রচার চালাচ্ছেন।

অন্যদিকে বিরোধীরাও শেষমুহুর্তে প্রচারে ঝড় তুলতে ব্যস্ত। পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রচারে কলকাতা (Kolkata) থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে তিনি বীরপাড়া যান সেখানেই তিনি একটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। হাওড়ার জগৎবল্লভপুরে (Jagatballavpur) প্রচার সারে ISF। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বামফ্রন্ট ও কংগ্রেসের তরফেও ভোট প্রচার করা হয়। হুগলিতে ভোট প্রচারে যান লকেট চট্টোপাধ্যায়।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version