Wednesday, November 26, 2025

কু.খ্যাত ব.ন্দিদের ‘কালাপানি’? ব্রিটিশ জমানা ফিরিয়ে আনছে কেন্দ্র!

Date:

Share post:

সামলাতে না পেরে এবার ব্রিটিশ জমানার স্মৃতি ফিরয়ে আনছে মোদি সরকার  (Modi Government)! তিহারে বন্দি কুখ্যাত গ্যাংস্টারদের কালাপানি অর্থাৎ আন্দামান-নিকোবরের জেলে পাঠানোর চিন্তাভাবনা করছে কেন্দ্র। ১০-১২ জন দুষ্কৃতীকে আন্দামান ও নিকোবর জেলে স্থানান্তরের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry)কাছে চিঠি পাঠিয়েছে NIA। আন্দামান ও নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চল। ফলে সেখানকার জেলে কোনও বন্দিকে পাঠাতে রাজ্যের অনুমতি নিতে হবে না। অভিযোগ, উত্তর ভারতের জেলে বসেই গ্যাং চালাচ্ছে এবং গ্যাং-ওয়ার পরিচালনা করছে বন্দি গ্যাংস্টাররা। সেই কারণেই তাদের স্থানান্তরিত করতে চাইছে NIA।

জেলে থাকা অপরাধীদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই নিয়ে দ্বিতীয় চিঠি লিখেছে NIA। কয়েক মাস আগে, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি চিঠি লিখেছিল NIA। লরেন্স বিষ্ণোই-সহ ২৫ কুখ্যাত গ্যাংস্টারকে দক্ষিণ ভারতের মতো অন্যান্য রাজ্যের জেলে স্থানান্তর করার আবেদন করা হয়েছিল। গুন্ডা তিল্লু তাজপুরিয়াকে খুনের পর দিল্লির তিহার জেলও একটি চিঠি লিখে কুখ্যাত গ্যাংস্টারদের দিল্লির জেল থেকে অন্য রাজ্যের জেলে স্থানান্তর করতে বলেছিল NIA।

দিল্লির তিহার জেল প্রশাসন জানিয়েছিল যে, ১৬-এর কম সেল রয়েছে। সেখানে প্রায় সাড়ে ১০ হাজার বন্দি রাখার ব্যবস্থা আছে। অথচ এখন ২০ হাজারের বেশি বন্দি রয়েছে সেখানে। তার মধ্যে কিছু কুখ্যাত বন্দি রয়েছে। এই পরিস্থিতিতে ওই বন্দিদের অন্য রাজ্যের জেলে স্থানান্তর করতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু প্রশ্ন উঠছে কেন জেলের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখা যাচ্ছে না! দিল্লির আইনশৃঙ্খলা তো কেন্দ্রের হাতে। কেন সেখানে নজরদারি করা যাচ্ছে না! এখন ব্রিটিশের মতো কালাপানিতে পাঠিয়ে মুখরক্ষার চেষ্টা করছে কেন্দ্র।

 

spot_img

Related articles

রাজ্যজুড়ে নামল পারদ, জেলায় জেলায় শীতের আমেজ 

এক লাফে কলকাতার সর্বনিম্ন পারদ ১৬ ডিগ্রি, রাজ্যজুড়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে পশ্চিমের...

বিয়ের মরশুমের শুরুতেই সাতপাকে বাঁধা পড়লেন ‘কিশোরী’ গায়িকা অন্তরা

'প্রেমের জোয়ারে দু কূল ভেসেছে' কিন্তু ভালোবাসার তরী ডুবে যায়নি বরং সোজা জুড়ে গেছে আইটি মননে। আসলে প্রেমের...

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...